এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

Published on: October 4, 2024
Murshidabad University

Murshidabad University গেস্ট টিচার অর্থাৎ অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ৩০ শে সেপ্টেম্বর , ২০২৪ – বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে – https://msduniv.ac.in/  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।   শিক্ষা ও আইন বিভাগে অতিথি শিক্ষক পদে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে- আবেদনকারীদের প্রয়োজনীয়তা। কত দিনের মধ্যে আবেদন? খুঁটিনাটি বিষয়।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
প্রাসঙ্গিক বিষয়ে NET/SET

যোগ্যতা –
* প্রাসঙ্গিক শৃঙ্খলায় পিএইচডি।
* UG/PG স্তরে শিক্ষকতার অভিজ্ঞতা।
* প্রাসঙ্গিক শৃঙ্খলায় পাঠ্যক্রম বিকাশে সক্ষমতা এবং অভিজ্ঞতা।

Murshidabad University বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা রয়েছে কাজের বিবরণ।

Murshidabad University • অফলাইন মোডে প্রাসঙ্গিক বিষয়ে শিক্ষাদান।
* প্রাসঙ্গিক শৃঙ্খলায় শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন, সেমিনার পরিচালনা করা।
* বিভাগের অন্যান্য একাডেমিক কার্যক্রম।
* ক্লাস হবে এমএমসি পিজি ক্যাম্পাস, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বহরমপুর

Murshidabad University  অতিথি শিক্ষক পদে পারিশ্রমিক ৫০০ টাকা প্রতিটি ক্লাসের জন্য। যা সর্বোচ্চ ২০ টি ক্লাস সাপেক্ষে প্রদান করা হবে প্রতি মাসে সেমিস্টার ভিত্তিতে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে- প্রতিষ্ঠানে যোগদানের জন্য কোন টিএ এবং ডিএ প্রদান করা হবে না। আবেদনকারীদের তাদের আপডেট করা জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ইমেইল মারফৎ-। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়য়ের অফিশিয়াল ওয়েবসাইট- [email protected] এ আবেদন জানাতে পারবেন আবেদনকারীরা। আবেদন জমা দেওয়ার সময়সীমা ২০ শে অক্টোবরের মধ্যে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now