এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University মাঠ দখল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

Published on: January 28, 2025
Murshidabad University

Murshidabad University হাই জাম্প, লং জাম্প থেকে শুরু করে ডিসকাস থ্রো Discus throw —সব মিলিয়ে ২০টি ইভেন্টে জমজমাট পরিবেশ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মাঠে  মঙ্গলবার অনুষ্ঠিত হল তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শীতের দুপুরে রঙিন হয়ে উঠল খেলার মাঠ। শতাধিক  ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষা কর্মীরা। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য ডঃ জানে আলম Professor Jane Alam বলেন, “শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও সুস্থ জীবনধারার অনুপ্রেরণা যোগায়।”

অধ্যাপক রকিবুল ইসলাম বলেন, “ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখে আমরা গর্বিত। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র শারীরিক দক্ষতা নয়, একতার বার্তাও দেয়।” বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের পারফরম্যান্সে খুশি উপস্থিত দর্শকরা। শেষ পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু একদিনের আয়োজন নয়, বরং ছাত্রছাত্রীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরার এক অনন্য উদাহরণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now