এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University তুমুল ধস্তাধস্তি! এসএফআই SFI এর বিক্ষোভ, মিছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে

Published on: January 13, 2025
Murshidabad University

Murshidabad University  সোমবার বহরমপুরে ভারতের ছাত্র ফেডারেশন SFI মুর্শিদাবাদ জেলা কমিটির মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে উত্তেজনা। এদিন এসএফআই এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ৭ দফা দাবী তুলে ধরা হয়। মিছিল হয় শহর জুড়ে। দলীয় ঝাণ্ডা হাতে মিছিল করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের Murshidabad University সামনে জমায়েত এসএফআই নেতা, কর্মীদের। সেখানেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এসএফআই কর্মীরা বিশ্ববিদ্যালয়ের তালাবন্ধ গেট ঠেলে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়তে হয়। হয় তুমুল ধস্তাধস্তি। কিছুক্ষন পরে গেটের বাইরেই রাস্তায় বসে পড়েন সংগঠনের কর্মীরা। হয় অবস্থান, বিক্ষোভ। এরপর চারজনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যান ভেতরে।

Murshidabad University কী কী দাবী SFI এর ?

Murshidabad University এদিন মূলত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে রেজিস্টার সহ সমস্ত শুন্যপদে চুক্তিভিত্তিক কর্মীর পরিবর্তে স্থায়ী নিয়োগের দাবী, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন সহ সমস্ত রকম পরিকাঠামো গড়ে তোলা, ক্যাম্পাসে ওয়াইফাই, গার্লস হোস্টেলের সামনে নিরাপত্তা, লাইব্রেরির ব্যবস্থা সহ সাত দফা দাবী তুলে ধরা হয়।

Murshidabad University দিন কয়েক আগেই সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেওয়া হয় এসএফআই এর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে। পূর্ব নির্ধারিত কর্মসূচী মতোই এদিন দুপুরে ছাত্র সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মিছিল করে প্রথমে জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান এসএফআই নেতৃত্ব। সেখান থেকে মিছিল ঋত্বিক সদনের কাছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পেসে পৌঁছয়।

Murshidabad University এসএফআই নেতা কী বলেন?

Murshidabad University এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক প্রীতম রুজ বলেন, ” মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দরকার, রেজিস্টার দরকার, পড়াশোনার কোন পরিকাঠামো নেই। ঢিলেঢালা পরিস্থিতির সবটা ঠিক করতে হবে। বিভিন্ন দাবী নিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা আসি। ভিসি- র Vice-Chancellor অনুমতি নেওয়া থাকলেও এদিন ভিসি ছিলেন না। রেজিস্টারকে স্মারকলিপি দেওয়া হল। দাবী পূরণ না হলে পরবর্তীকালে আবার ইউনিভার্সিটি অভিযান হবে। পরের দিন ভিসির ঘরের সামনে গিয়ে বসব”।

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now