এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University Admission 2025: নিয়োগে ভয়াবহ জটিলতার কারণে পড়ুয়ারা ভর্তি হচ্ছে নাঃ রেজিস্ট্রার

Published on: November 14, 2025

Murshidabad University Admission 2025 অনলাইন, অফ লাইনে কোনও কিছুতেই সদ্য স্কুল পাশ করা বেশিরভাগ ছাত্র ছাত্রী সাধারণ ডিগ্রির জন্যে কলেজমুখী হলেন না। সারা রাজ্যের এই ছবি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়েও (Murshidabad University)। জেলার ২০ টি কলেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অধিকাংশ আসনে ছাত্র ভর্তি হয়নি। এই ঘটনায় মধ্যবঙ্গ নিউজে (Madhyabanga News) মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কোনওরকম রাখঢাক না করে প্রাথমিক, এসএসসিতে চাকরির জটিলতাকে দায়ী করলেন। তিনি বললেন, সাম্প্রতিককালে স্কুল সার্ভিস কমিশন বা প্রাথমিক শিক্ষক নিয়োগে ভয়াবহ জটিলতার কারণে আমার মনে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এগুলিতে বেশি মনোনিবেশ করছে যাতে তাদের চাকরি সুনিশ্চিত হয়। এই ঘটনাগুলোর ঋণাত্মক প্রভাব আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে পড়ছে তা অস্বীকার করার কোনও জায়গা নেই।

ওবিসি জটে এবার দু’মাস পিছিয়ে যায় এবার স্নাতকে ভর্তি প্রক্রিয়া। গত সেপ্টেম্বর মাসে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথমে কেন্দ্রীয়ভাবে অনলাইনে। পরে অফ লাইনে অর্থাৎ সরাসরি। গত ৭ নভেম্বর ছিল ভর্তির শেষ দিন। তাতেও এই হাল! মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে মোট আসন ৩১১৪টি। তার মধ্যে ভর্তি হয়েছে ৪০ শতাংশের বেশি আসনে। ভর্তির সংখ্যা প্রায় ১৪০০। অর্থাৎ ভর্তি হয়নি প্রায় ১৭০০ আসনে। ফাঁকা রয়েছে সেই আসনগুলি। ঘটনায় উদ্বিগ্ন শিক্ষা মহল।

আরও পড়ুনঃ College Admission 2025 ৩০০ সিট, ভর্তি ৩২৮! ডিগ্রি কলেজ ছেড়ে কীসের টানে কারিগরি শিক্ষায়?

College Admission 2025

Murshidabad University Admission 2025  উল্লেখ্য, স্কুলগুলিতে শিক্ষক, অশিক্ষক কর্মচারী সহ ২৬ হাজার জনের চাকরি চলে গিয়েছে। এসএসসি বা প্রাথমিকের নিয়োগে টেট পরীক্ষা নিয়মিত হয় না বলে অভিযোগ। যে ঘটনায় চাকরি পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা গ্রাস করেছে অনেক পরিবারকে। সেজন্যে সাধারণ ডিগ্রি কোর্সে পড়তে চাইছেন না ছাত্র ছাত্রীরা। ছেলে মেয়েদের পঠন পাঠন শেষে চাকরি পাওয়ার আশায় কারিগরি শিক্ষার কোর্সে ভর্তি করতে চাইছেন বাবা মায়েরা। দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই বহরমপুরে এমআইটিতে ৩০০ আসন, অথচ এবার ছাত্র ভর্তি হয়েছে ৩২৮ আসনে। অর্থাৎ ভর্তির চাপে আসন বাড়াতে হয়েছে। মুর্শিদাবাদ ইন্সটিটিউট অফ টেকনোলজি, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটে ছাত্রদের ভর্তি হওয়ার হিড়িক। ছাত্র ভর্তির হাল বেআব্রু হতেই চর্চা চারিদিকে। তবে এই নিয়ে এই প্রথম রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এভাবে প্রকাশ্যে নিয়োগ নিয়োগ জটিলতাকে দায়ী করলেন।

Murshidabad University Admission 2025 মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ রাজীব মুখোপাধ্যায় শুক্রবার বলেন, বিষয়টি আলাদাভাবে ভাবলে চলবে না, এটা সমগ্র পশ্চিমবঙ্গের চিত্র। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সমগ্র পশ্চিমবঙ্গেই ভর্তির হার আশানুরূপ নয়। এর বহুবিধ কারণও রয়েছে। সামগ্রিক বিচারে এখানে ভর্তিতে ৪০ শতাংশ বেশ ভালো। সাম্প্রতিককালে স্কুল সার্ভিস কমিশন বা প্রাথমিক শিক্ষক নিয়োগে ভয়াবহ জটিলতার কারণে আমার মনে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এগুলিতে বেশি মনোনিবেশ করছে যাতে তাদের চাকরি সুনিশ্চিত হয়। এই ঘটনাগুলোর ঋণাত্মক প্রভাব আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে পড়ছে তা অস্বীকার করার কোনও জায়গা নেই। এছাড়াও কেন্দ্র ও রাজ্যের, উভয় শিক্ষানীতির গভীরভাবে পূর্নমূল্যায়নের প্রয়োজন, না হলে সরকারি শিক্ষাব্যবস্থা ক্রমশ অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে (প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইংরাজী তুলে দেওয়ার মাধ‍্যমে যার সূচনা হয়েছিল) বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি।

আরও পড়ুনঃ Children’s Day 2025 শিশু দিবস কেন পালিত হয় — ১৪ নভেম্বর: ইতিহাস, তাৎপর্য ও ২০২৫ সালের প্রাসঙ্গিকতা

Murshidabad University Admission 2025  এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে মোট আসন ১০৩৩ টি। সেখানে ৭০ শতাংশ আসনে পড়ুয়া ভর্তি হয়ে গিয়েছে। ৭০০-র বেশি আসনে ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে। তবে সেখানে সরকারি নিয়ম অনুযায়ী তিনবার কাগজে বিজ্ঞাপন দেওয়ার পরেও সংরক্ষিত আসন ফাঁকা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ‘ডি রিজার্ভ’ করতে পাঠানো হচ্ছে। সেই আসনগুলি অসংরক্ষিত করার জন্যে পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। সেখান থেকে অনুমোদন এলে ‘রুলস ও রেগুলেশন’ অনুযায়ী সেই আসনগুলিতে ছাত্র ভর্তি হবে।

Murshidabad University Admission 2025 বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আরবি, সংস্কৃত, সাঁওতালি ভাষায় বেশি আসন ফাঁকা রয়েছে। তবে ভাষার ক্ষেত্রে বাংলা, ইংরেজিতে ভর্তির হার তুলনায় ভালো। এই বিশ্ববিদ্যালয়ে ১৯ টি বিষয় স্নাতক ও স্নাতকোত্তরে পড়ানো হয়। বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ শুরু করার পর পাঁচ বছর অতিক্রান্ত। এবারই প্রথম স্নাতকে ছাত্র ভর্তি হল। সেখানে এই হাল। তবে শুধু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নয় জেলার অধিকাংশ কলেজে ভর্তির বেহাল দশা। তবে এখনই ভর্তি প্রক্রিয়া শেষ বলা হচ্ছে না। এখন তথ্য যাচাই বা ভেরিফিকেশন পর্ব চলছে। কারণ এরপরে যদি আবার ভর্তি প্রক্রিয়া বাড়ানো হয় সেই আশায় বসে রয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now