এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University: নেশা মুক্ত জীবন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মিছিল

Published on: December 13, 2025
Murshidabad University

Murshidabad University বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নির্দেশিকা ছিল নেশা মুক্ত অভিযান নিয়ে কর্মসূচির। সেই মতো এই সপ্তাহে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (Murshidabad University) বহরমপুর শহরে মিছিল করল। অংশ নেন ছাত্র ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। কেএন কলেজ ক্যাম্পাস থেকে স্নাতকোত্তর ক্যাম্পাস পর্যন্ত মিছিল হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ব্রজেন্দ্রনাথ শীল প্রেক্ষাগৃহে আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে নেশার প্রভাব কতটা ক্ষতিকর তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজীব মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য বিশিষ্টরা।

Murshidabad University

 

আরও পড়ুনঃ Murshidabad University: র‍্যাগিং রোধে পড়ুয়াদের প্রথম পাঠ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

 

Murshidabad University

Murshidabad University বাল্য বিবাহ বন্ধে শপথ পড়ুয়াদের

Murshidabad University  ইউজিসি এর প্রোগ্রাম এটি। বাল্য বিবাহ বন্ধ, নেশা কীভাবে কমানো যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা এসেছিলেন।  ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিপ্লব ব্যানার্জিও। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নোডাল অফিসার শামিম হায়দার বলেন, নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। একটি সংগঠনও এতে যোগ দেয়।

 

Murshidabad University

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now