Murshidabad University: রাখা হবে মনোরোগ বিশেষজ্ঞ
Murshidabad University প্রথমেই পাঠ। এ যেন সহজপাঠের মতোই। জীবনকে সহজ করো। বিশ্ববিদ্যালয়কে জীবনকে সুন্দর করো। -সম্প্রতি র্যাগিং এর অভিযোগে একাধিক ছাত্রকে বহিষ্কার করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (Murshidabad University) কর্তৃপক্ষ। এবার স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্যে র্যাগিং রোধে বিশেষ সচেতনতা শিবির করতে চলেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী কাল, বুধবার এই নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। সবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুরুতেই এই বিষয়ে সচেতন করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ Murshidabad Institute of Technology এমআইটি কলেজঃ সাহেবদের জমিতে স্বপ্ন বুনেছিলেন বিধানচন্দ্র
Murshidabad University উল্লেখ্য, র্যাগিং (Ragging) এর জন্যে বিভিন্ন শিক্ষা প্রতিস্থানে অনেক ছাত্র ছাত্রীর জীবন নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য কেও র্যাগিং করলে প্রথম বর্ষের পড়ুয়ারা কীভাবে তার সঙ্গে মোকাবিলা করবে, কোথায় অভিযোগ জানাবে সেই বিষয়ে বিশদে জানানো হবে। ওই প্রোগ্রামে শোনা হবে ছাত্র ছাত্রীদের মতও।
Murshidabad University স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্র ছাত্রীদের নিয়ে কর্মশালা
Murshidabad University সকাল ও দিবা বিভাগের স্নাতকের সব প্রথম বর্ষের ছাত্র ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারের পড়ুয়াদের রবীন্দ্রসদনে যেতে বলা হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৮ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Murshidabad University বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সেখানে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের আচরণ, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে সম্যক পাঠ দেওয়া হবে। বিশেষ করে র্যাগিং বিষয়ে সচেতনতা, আইসিসি বা বিশাখা গাইড লাইন অনুসারে আভ্যন্তরীণ তদন্ত কমিটি সম্পর্কে জানানো হবে। ছাত্রীদের নিরাপত্তা, আগামী দিয়ে এই বিশ্ববিদ্যালয় কীভাবে ওই পড়ুয়াদের এগিয়ে দিতে পারে তা নিয়ে আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকারা বক্তব্য রাখবেন।
Murshidabad University সেখানে একজন মনোরোগ বিশেষজ্ঞকেও রাখা হবে। কেরিয়ারে প্রত্যাশার চাপ সহ বিভিন্ন কারণে মানসিক অসুস্থতা এখন বাড়ছে। সেই বিষয়ে ছাত্র ছাত্রীদের আত্মবিশ্বাস জোগাতে এই কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক জানান, ভবিষ্যতের জন্যে এটা করা। ছাত্র ছাত্রীরা ওয়েবসাইটে কীভাবে তথ্য জানতে পারবে, এখানে কী সুবিধা পেতে পারে। র্যাগিং নিয়ে সচেতনতা এই সব নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে।
উল্লেখ্য, এই বছর স্নাতকে ভর্তির হার খুব কম। জেলার কলেজগুলিতে গড়ে ৩০ শতাংশ। একই হাল এই বিশ্ববিদ্যালয়েও। সেই সব বিষয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি আলাপচারিতা চালাতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই নিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।















