এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University কোন পড়ুয়াদের ডেকে পাঠাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ?

Published on: October 8, 2025
Murshidabad University

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ষষ্ঠ মেরিট লিস্ট এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন (ফেজ ২)-তে ভর্তি হওয়া পড়ুয়াদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ০৯ অক্টোবর এবং ১০ অক্টোবর হবে ফিজিক্যাল ভেরিফিকেশন। অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে  তাঁদের আসতে বলা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পাসে

Murshidabad University সতর্ক করা হয়েছে, পঞ্চম ও ষষ্ঠ দফার এবং দ্বিতীয় ফেজের ফ্রেশ অ্যাপ্লিকেশনের মেরিট লিস্টে ভর্তি হওয়া পড়ুয়ারা ০৯ ও ১০ অক্টোবর ভেরিফিকেশনে না আসতে পারলে বাতিল হবে ভর্তি।

যে যে বিভাগের পড়ুয়াদের আসতে বলা হয়েছেঃ Arabic, Bengali, Botany, Chemistry, Economics, Education, English, Geography, History, Mathematics, Law, Philosophy, Physics, Physiology, Political Science, Sanskrit, Santali, Sericulture, Zoology

০৯ এবং ১০ অক্টোবর বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা অবধি চলবে ভেরিফিকেশন।

অরিজিনাল যে নথি নিয়ে আসতে হবেঃ

১) ভর্তির আবেদনের প্রিন্ট আউট

২) পেমেন্টের রশিদ

৩) মাধ্যমিকের রেজিস্ট্রেশন ( বয়সের প্রমাণপত্র)

৪) উচ্চমাধ্যমিকের মার্কশিট

৫) স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের মার্কশিট

৬) এসসি, এসটি বা ওবিসি -সার্টিফিকেট বা কোন সংরক্ষণ প্রযোজ্য হলে সেই সার্টিফিকেট

৭) আধার কার্ড

৮) ব্যাঙ্কের পাশবই

 

Murshidabad University যে পড়ুয়ারা  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চার বছরের  স্নাতক কোর্সে ( (NEP) দ্বিতীয় পর্যায়ে  WBCAP পোর্টালের মাধ্যমে অস্থায়ীভাবে ভর্তি হয়েছেন। সেই   সকল ছাত্রছাত্রীদের  ( মর্নিং ও ডে শাখার ) দ্বিতীয় পর্যায়ের  (মপ-আপ) রাউন্ডের নথি যাচাইয়ের জন্যও ডাকা হয়েছে ০৯.১০.২০২৫ ও ১০.১০.২০২৫ তারিখে । ওই দুই দিন বেলা সাড়ে এগারোটা থেকে চারটের মধ্যে পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পয়াসে পৌঁছাতে বলা হয়েছে।

Murshidabad University যে মেজর বিষয়ের পড়ুয়াদের আসতে বলা হয়েছেঃ

Bengali, Botany, Chemistry, Economics, Education, English, Geography, History, Mathematics, Philosophy, Physical Education, Physics, Physiology, Political Science, Sanskrit, Santali, Sericulture, Sociology, TTM, Zoology

সঙ্গে নিয়ে আসতে হবে

১) ভর্তির আবেদনের প্রিন্ট আউট

২) প্রভিশনাল অ্যাডমিশন কনফারমেশন সার্টিফিকেট

৩) প্রভিশনাল অ্যাডমিশনের রশিদ

৪) মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড  ( বয়সের প্রমাণপত্র)

৫) মাধ্যমিকের মার্কশিট

৬) উচ্চমাধ্যমিকের মার্কশিট

৭) আধার কার্ড

৮) স্কুল লেভেল সার্টিফিকেট

এবং ভর্তিতে গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুনঃ Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে ?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now