Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে ?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. জানে আলম’এর নাম ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার একগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা হয়েছে। জানানো হয়েছে, অধ্যাপক ড. জানে আলম উপাচার্য হচ্ছেন। চার বছরের জন্য এই পদে থাকবেন তিনি। তবে যদি চার বছরের আগে তাঁর বয়স ৭০ পেরিয়ে যায় তবে তাঁকে অবসর নিতে হবে।

Murshidabad University  কে নতুন উপাচার্য অধ্যাপক ড. জানে আলম ?

কলকাতার  Variable Energy Cyclotron Centre (VECC)-এর অধ্যাপক ছিলেন  ড. জানে আলম।

১৯৮৭ সালে Visva Bharati থেকে এমএসসি করেন। Saha Institute of Nuclear Physics, Kolkata থেকে পোস্ট-এমএসসি করেন। University of Calcutta থেকে পিএইচডি করেন ছিলেন  ড. জানে আলম।

২০০১  থেকে Variable Energy Cyclotron Centre -এর Physics Group-এর Outstanding Scientist হিসেবে কাজ করেছেন। 2008 সালে Senior Professor হন।

তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরষ্কার।

1995 সালে INSA Young Scientist Award জেতেন তিনি। ২০০৫ সালে ভারত সরকারের  Department of Atomic Energy তাঁকে DAE SRC Outstanding Research Investigator Award এ ভুষিত করে। 2010 সালে পান Homi Bhabha Science & Technology Award । 2015 সালে Homi Bhabha National Institute তাঁকে Distinguished Faculty Award, Physical Sciences, Homi Bhabha National Institute-প্রদান করে। একাধিক গবেষণাপত্র রয়েছে তাঁর।

Murshidabad University এর আগে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ড.  অচিন্ত্য সাহা Professor Dr. Achintya Saha । ২০২৩ সালের ৪ অক্টোবর উপাচার্য হিসেবে যোগ দেন তিনি।  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ২০১৮র মাধ্যেম কৃষ্ণনাথ কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে বলে ঘোষণা করা হয়। কৃষ্ণনাথ কলেজের স্নাতকোত্তর বিভাগের ক্যাম্পসে ২০২১ সালে পথচলা শুরু হয়েছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের।  উপাচার্য হিসেবে নিয়োগ করা হয় কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা  ডঃ সুজাতা বাগচী ব্যানার্জিকে ।

Murshidabad University  ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ডঃ মিতা  ব্যানার্জকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। । উপাচার্য হিসেবে ডঃ মিতা  ব্যানার্জির নিয়োগের পরও   ওঠে একাধিক অভিযোগ। আরও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন তিনি । এরপর ২০২৩ সালের মার্চে নতুন উপাচার্য হন অধ্যাপক রূপকুমার বর্মণ। জুন মাসে শেষ হয় তার মেয়াদ। বেশকিছু মাস  উপাচার্যহীন ছিল Murshidabad University। ২০২৩ সালের ৪ অক্টোবর উপাচার্য হন অধ্যাপক ড.  অচিন্ত্য সাহা। ১০ ডিসেম্বর নতুন উপাচার্য হিসেবে ঘোষণা করা হল অধ্যাপক ড. জানে আলম -এর নাম।