এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কড়া নিয়ম ! না মানলে পরীক্ষায় বসা যাবে না

Published on: October 10, 2025
Murshidabad University

Murshidabad University  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কড়া নিয়ম ! না মানলে পরীক্ষায় বসা যাবে না  । কোনরকম ফাঁকি নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন থেকেই হাজিরার ক্ষেত্রে আর কোন ছাড় দেবে না মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় Murshidabad University। উপস্থিতির হারে কড়াকড়ি। ভর্তির দিন থেকেই ধার্য হবে হাজিরা। বেঁধে দেওয়া হয়েছে উপস্থিতির হার। নিয়ম না মানলে পোহাতে হবে ঝুঁকি। ৭৫% উপস্থিতি না থাকলে যে কোন সেমেস্টারের ফাইনাল পরীক্ষায় বসা যাবে না। স্পষ্টই জানিয়ে দিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবারই এই নির্দেশিকা জারি করেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজীব মুখার্জি।

Murshidabad University  কী বলা হয়েছে নির্দেশিকায়?

Murshidabad University   আন্ডার গ্র্যাজুয়েট (UG) এবং পোস্ট গ্র্যাজুয়েটের(PG) ছাত্র ছাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় Murshidabad University। ৯ অক্টোবর, ২০২৫ প্রকাশিত Website: www.msduniv.ac.in বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সকল স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের অবহিত করা হচ্ছে যে, প্রথম সেমিস্টার পরীক্ষায় ক্লাস শুরু হওয়ার তারিখ থেকে অথবা ভর্তির তারিখ থেকে মোট ক্লাসের কমপক্ষে ৭৫% ক্লাসে উপস্থিত থাকা একজন শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত অগ্রগতি সুরক্ষিত করার জন্য তাদের উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Murshidabad University  কী বললেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ?

আগে বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির ক্ষেত্রে কিছুটা নমনীয় থাকলেও এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ জানে আলম জানিয়েছেন,” এই নিয়মকে কঠোরভাবে কার্যকর করা হবে।   ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক। উপস্থিতির এই হার না থাকলে কোন সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় বসা যাবে না। এটি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

Murshidabad University  শিক্ষার গুণগত মান বজায় রাখতেই এই কড়াকড়ি!

Murshidabad University বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের অনিয়মিত ক্লাসে উপস্থিতি শিক্ষার মানকে প্রভাবিত করছিল। তাই শিক্ষার গুণগত মান বজায় রাখতেই হাজিরার ক্ষেত্রে এবার কোনও ছাড় দিতে চাইছে না কর্তৃপক্ষ। নতুন এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি বাড়লে পড়াশোনায় উন্নতি ঘটবে, আবার কেউ কেউ বলছেন, অসুস্থতা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে কিছুটা ছাড় দেওয়া উচিত।

আরও পড়ুন-

Murshidabad University কোন পড়ুয়াদের ডেকে পাঠাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ?

প্রসঙ্গত উল্লেখ্য,  ৯ অক্টোবর এবং ১০ অক্টোবর দুদিন ধরে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ষষ্ঠ মেরিট লিস্ট এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন (ফেজ ২)-তে ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য। অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে  তাঁদের আসতে বলা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পাসে। এও বলা হয় যে ভেরিফিকেশনে না আসতে পারলে বাতিল হবে ভর্তি। এই কড়া সিদ্ধান্তের পরেই এবার উপস্থিতির হার নিয়ে কড়া সিদ্ধান্ত জানিয়ে দিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ।

আরও পড়ুন- Murshidabad Recruitment মুর্শিদাবাদে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ। শুধুমাত্র রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now