Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ। এই অভিযোগে মঙ্গলবার দুপুরে কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসের ভেতর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ কলেজেরই বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের একাংশের। অভিযোগ, ফর্ম ফিলাপ হয়েছে কিন্তু কোন মেরিট লিস্ট প্রকাশ হয়নি। মঙ্গলবার ছিল ইন্টার্ভিউয়ের দিন। কলেজেরই প্রাক্তন ছাত্র, আবেদনকারী প্রসেনজিত মণ্ডলের অভিযোগ, “আবেদন করলেও তাঁর কাছে কোন ফোন বা ইমেল আসে নি। ওয়েবসাইটে কোন মেরিট লিস্ট নেই। কলেজে এসে শোনা যায় ইন্টার্ভিউ চলছে ভিন জেলার বহিরাগতদের। অনৈতিক ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ”
Murshidabad University কলেজের বারান্দায় বসে দীর্ঘক্ষণ ধরে চলে ছাত্রদের বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে স্লোগানে সুর চড়ান বিক্ষোভকারীরা। যদিও অভিযোগ প্রসঙ্গ উড়িয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানে আলম বলেন, “অনৈতিক ভাবে কিছুই করা হয়নি। পুরো স্বচ্ছতার সঙ্গে সব কিছু করা হয়েছে। আবেদনের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় বিভিন্ন সেগমেন্টে স্কোর অনুযায়ী। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের জানানো হয়, তারাই মঙ্গলবার ইন্টার্ভিউ দিতে আসে। সমস্ত তথ্য দেরীতে হলেও আজই ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে।”গোটা ঘটনায় সাময়িক বিশৃঙ্খলা ছড়ায় কলেজ ক্যাম্পাসে।
Murshidabad University উল্লেখ্য, শিক্ষকতার সুযোগ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে- সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। ১৫ ই এপ্রিল ছিল অনলাইনে আবেদনের শেষ দিন।