এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন TMCP-র, কেন?

Published on: May 13, 2025
Murshidabad University

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে জমায়েত, স্লোগান। মঙ্গলবার দুপুরে কেন এই প্রতিবাদ পড়ুয়াদের? কি দাবীতে বিক্ষোভ? জানা গিয়েছে, উঠে যাচ্ছে মর্নিং সেকশন! এই খবর ছড়াতেই তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র পরিষদ। TMCP র ব্যানারেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে জমায়েত পড়ুয়াদের। দাবি, মর্নিং এবং ডে- দুই ভাগে ক্লাস হত এতদিন। কিন্তু আচমকাই সকালের ক্লাস বন্ধ হচ্ছে। অসুবিধার সম্মুখীন জেলার বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। মর্নিং সেকশন চালুর দাবীতে ডেপুটেশন দেওয়া হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টারকে।

Murshidabad University কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ছাত্র ও তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রসেনজিৎ মণ্ডল বলেন, মর্নিং সেকশন চালু রাখতে হবে, সিট ক্যাপাসিটি বাড়াতে হবে। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীরা যাতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, সেই দাবীতে এই ডেপুটেশন।

Murshidabad University  যদিও পড়ুয়াদের অসুবিধার প্রসঙ্গ উড়িয়ে পাল্টা আশ্বাস করেছেন উপাচার্য। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ জানে আলম জানান, কোন স্টুডেন্ট কোনভাবেই বঞ্চিত হবে না। যেমন সিট ম্যাট্রিক্স ছিল সেভাবেই রাখা হয়েছে। কোন কিছু কমেনি। ডে সেকশানকে এক্সটেন্ড করে দেওয়া হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now