এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযান ছাত্র পরিষদের?

Published on: December 15, 2025
Murshidabad University

Murshidabad University  সোমবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে স্লোগানে উঠল ঝড়। স্লোগান, বিক্ষোভ, প্রতিবাদ, অভিযোগে সরব মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ। কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে জড় হয়ে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদের সদস্যরা।  অভিযোগ, ইউনিয়ম রুম খুলে রাখা হয়েছে। বহিরাগতদের আনাগোনা।  একাধিক অভিযোগে মুর্শিদাবাদ বিশ্ব বিদ্যালয়ের Murshidabad University  রেজিস্ট্রারের কাছে দেওয়া হয় ডেপুটেশন। ছাত্র পরিষদের দাবী- মুর্শিদাবাদ বিশ্ব বিদ্যালয়ে পরিকাঠামো থেকে পরিবেশ- মানা হচ্ছে না নিয়ম! মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি সফিক আলম বলেন, ” হাইকোর্টের নির্দেশ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে, তারপরেও চালু রাখা হয়েছে। কলেজের মধ্যে কোন ইউনিয়ন থাকতে পারবে না! তারপরেও আছে। অসামাজিক কাজকর্ম হচ্ছে। শিক্ষক নিয়োগ নেই, অনেক সমস্যা। সমস্ত বিষয়ে স্মারকলিপি দেওয়া হল। হুঁশিয়ারি দেওয়া হয়েছে যত বহিরাগত আছে বের করার ব্যবস্থা করতে হবে।”

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ব বিদ্যালয় অভিযান ছাত্র পরিষদের

আরও পড়ুনMurshidabad University: র‍্যাগিং রোধে পড়ুয়াদের প্রথম পাঠ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

আরও পড়ুন- Lepchas in Berhampore কালিম্পং থেকে পায়ে হেঁটে বহরমপুরে লেপচারা!

Murshidabad University অভিযোগ ভিত্তিহীন, দাবী তৃনমূল ছাত্র পরিষদের

Murshidabad University মুর্শিদাবাদ বিশ্ব বিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয় গড়া, শিক্ষাঙ্গনে গণতন্ত্র ফেরানো, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা, বিশ্ব বিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ করা, বিশ্ব বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক দাবীর কথা ডেপুটেশনে তুলে ধরা হয় বলে দাবি মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের। যদিও থেমে নেই তৃনমূল ছাত্র পরিষদও। পাল্টা ছাত্র পরিষদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিঞা সানসাইন। বলেন,  যে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। বাজার গরম করার জন্য  বলছে। তৃনমূল ছাত্র পরিষদ লড়াই করে, মাঠে ময়দানে প্রতিটা কলেজের গেটে গেটে আছে।” মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কে কেন্দ্র করে অভিযোগ- পাল্টা অভিযোগে চড়ছে ছাত্র রাজনীতির পারদ। যদিও ডেপুটেশন প্রসঙ্গ মুর্শিদাবাদ বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now