এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad University: পুলিস অভিযোগ না নিলে কোথায় যাবেন? কী বলছেন বহরমপুরের আইসি?

Published on: December 10, 2025
Murshidabad University

Murshidabad University শিক্ষকরা কি র‍্যাগিং এর অভিযোগ এনে র‍্যাগিং রোধী আইনের সুবিধা পেতে পারেন? বহরমপুর (Berhampore) থানার আইসি উদয়শংকর ঘোষের ওই প্রশ্ন ও তাঁর জবাব শুনে গুরুগম্ভীর প্রেক্ষাগৃহে আচমকাই হাততালির ঝড় ছাত্র ছাত্রীদের। অর্থাৎ বহরমপুর থানার ‘দারোগার’ কথা শুনে তাঁরা আত্মবিশ্বাস পেলেন যে তাঁরা অনেকটা এগিয়ে। যদি পুলিস অভিযোগ না নেয় সেক্ষেত্রে কী করা যাবে? খোদ পুলিসের মুখে একথা শুনে অনেকে চমকে যেতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং হলে ছাত্র ছাত্রীরা কী করতে পারেন, কোথায় যেতে পারেন, আইনে কী বলা আছে এই সব নিয়ে আইসি বুধবার বহরমপুরে রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের (Murshidabad University) অনুষ্ঠানে বক্তব্য পেশ করলেন। এদিন স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্যে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রামের’ আয়োজন করা হয়।

Murshidabad University  সেখানে ছাত্র ছাত্রীদের মনোবল বাড়াতে বক্তব্য পেশ করেন মনোচিকিৎসক রুদ্রপ্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, ‘চ্যালেঞ্জেস মেক ইউ অর ব্রেক ইউ।’ তিনি পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা দেখতে চান। যা কলেজ লাইফ গড়ে দেয় বলে উৎসাহ দেন। অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জানে আলম, রেজিস্ট্রার রাজীব মুখোপাধ্যায়, পরীক্ষা নিয়ামক বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Sagardighi News ফোনে ওটিপি আসতেই গায়েব টাকা? হন সাবধান

Murshidabad University

Murshidabad University র‍্যাগিং এমন একটি অভিশাপ যা মূলত মানসিক জায়গা থেকেই হয়। কতভাবে র‍্যাগিং হতে পারে তা নিয়ে পড়ুয়াদের জন্যে সুন্দর করে বুঝিয়ে দেন আইসি। তিনি ছাত্র ছাত্রীদের মানবাধিকার বিষয়ে সচেতনতা করেন। ঘটনাচক্রে এদিন মানবাধিকার দিবস। সেই বিষয়েও জানান আইসি। র‍্যাগিং এর ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ বলে জানান তিনি। পড়ুয়াদের তিনি বোঝান, জীবন, স্বাধীনতা, সাম্য, মর্যাদার কথা। মৌখিক বা শারীরিক র‍্যাগিং হতে পারবে। যৌন হেনস্থা হতে পারবে, ভয় দেখানো হতে পারবে। অনেকে আতঙ্কে ভোগেন। সেসব ঘটনায় এফআইআর করা যাবে। এমনকি সম্মানহানিও আসতে পারে এর আওতায়। শুধু যাকে র‍্যাগিং করা হয়েছে তিনি নয়, অন্যরাও অভিযোগ জানাতে পারবেন। এই বিষয়ে তাঁরা পুলিসকে জানাতে পারবেন। জেলাশাসককে জানাতে পারবেন। র‍্যাগিং এর জন্যে ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকী যারা মানসিকভাবে সহায়তা দিয়েছিলেন তাঁরাও র‍্যাগিংয়ে অভিযুক্ত হতে পারেন। অভিযোগ গুরুতর হতে পারে যদি কারও শারীরিক ক্ষতি হয়। কেও একটি নির্দিষ্ট দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকেন।

Murshidabad University বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

Murshidabad University অভিযোগকারীর নাম প্রকাশ না করে তদন্ত হতে পারে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কী গাইডলাইন আছে সেই বিষয়েও জানান তিনি। র‍্যাগিংয়ে অভিযুক্ত হতে পারেন ছাত্র ও শিক্ষক উভয়েই। তবে আইনের ভুক্তভোগী হলে সুবিধা পাবেন পড়ুয়ারাই। তবে একইসঙ্গে মিথ্যা অভিযোগ জানালে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান আইসি। সেক্ষেত্রে তিনি উদাহরণ দেন একটি ঘটনার। বহরমপুর শহরের এক মহিলা কীভাবে মিথ্যা চুরির কথা বলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাকেই গ্রেপ্তার করা হয়েছে।

Murshidabad University তবে এদিন পুলিসের মুখে একটি কথা শুনে অনেকেই অবাক। পুলিসের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ ওঠে অভিযোগ না নেওয়ার। কিন্তু এদিন মঞ্চ থেকে খোদ পুলিস আধিকারিক বলেন, পুলিস অভিযোগ না নিলে কী করবেন? তিনি জানান, অভিযোগ না নিলে হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করতে পারেন। ৫ রকমের যে ভাগ রয়েছে সেই বিষয়ে এদিন তিনি বিস্তারিত জানান।

Murshidabad University  মুর্শিদাবাদ জেলার একাধিক থানায় কর্মরত ছিলেন বহরমপুরের আইসি। তিনি একাধিক পুরস্কার প্রাপ্ত। তাঁর বক্তব্যে নবাগত ছাত্র ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। যখন তিনি সামনে হাজির থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে মঞ্চ থেকে সম্মান প্রদর্শনের জন্যে মাথা নত করেন যা দেখে মুগ্ধ পড়ুয়ারা।

Murshidabad University

Murshidabad University কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় র‍্যাগিং এর খারাপ পরিণতির পরে ঘটনাটি সামনে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা যার জ্বলন্ত দৃষ্টান্ত। এই বিষয়টি তোলা হতেই আইসি তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর, মেল আইডি প্রেক্ষাগৃহে থাকা সবার সঙ্গে শেয়ার করেন। যে কোনও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন বলে জানান। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কত শিক্ষক, অশিখক কর্মচারী রয়েছেন তা এদিন তুলে ধরেন উপ নিবন্ধক জাকির হোসেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now