Murshidabad Tree Plantation সৃষ্টিকে ধবংস করে প্রাণ সবুজকে মেরো না, সবুজের সবুজদ্বীপ জীবনের বাঁচার প্রেরণা। এই শ্লোগানকে সামনে রেখে সবুজের অভিযানে শামিল হয়েছে বন বিভাগের নদীয়া মুর্শিদাবাদ রেঞ্চ। ১৪ই জুলাই থেকে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে বনমহোৎসব। বন দপ্তরের পক্ষ থেকে চলছে চারা গাছ বিতরণ। বৃক্ষরোপণে উৎসাহিত করতে অরণ্য সপ্তাহে বন দপ্তরের পক্ষ থেকে এর আগেই হয়েছে অঙ্কন প্রতিযোগিতায়। শুক্রবার বন দপ্তরের পক্ষ থেকে জেলাস্তরীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বহরমপুরে। এদিন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ব্যারাক স্কোয়ার ময়দান থেকে রবীন্দ্রসদন পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন রবীন্দ্রসদন চত্বরে চলে বৃক্ষরোপণ।
Murshidabad Tree Plantation এদিনের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান Akhruzzaman , জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা Rubiya Sultana , বন বিভাগের নদীয়া মুর্শিদাবাদ রেঞ্জের বিভাগীয় আধিকারিক উৎপল কুমার নাগ সহ অন্যান্য আধিকারিকেরা। একটি গাছ অনেক প্রান এই বার্তা ছাত্র ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপনে উৎসাহিত করতে ছাত্র ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। এবছর নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন দপ্তরের আধিকারিকেরা। এদিন অনুষ্ঠানে বৃক্ষ ছেদন নয়, বৃক্ষ রক্ষার ডাক দেন ছাত্র ছাত্রী থেকে প্রশাসনিক আধিকারিকেরা।