Murshidabad Transport News: উধাও যাত্রীনিরাপত্তা, দু’দিক খোলা টোটো দাপাচ্ছে রাস্তা ! Murshidabad Tuktuks running without security

Published By: Madhyabanga News | Published On:

বিশেষ প্রতিনিধিঃ দু’দিক খোলা টোটো দাপিয়ে বেড়াচ্ছে রাস্তা । ২৯ শে জুন মুর্শিদাবাদ Murshidabad জেলায় পরিবহণ দপ্তর Transport Department আদেশ জারি করে, টোটো Tuktuk এবং অটোর Auto ডান দিক রড দিয়ে ঝালাই করে বন্ধ করতে হবে । দেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও। এই বিষয়ে বারে বারে রাস্তায় নেমেছেন পুলিশ প্রশাসনের কর্তারা। সচেতন করেছেন টোটো অটো চালকদের। সতর্কও করা হয়েছে অনেককে। কিন্তু তারপরেও শহর দাপিয়ে বেড়াচ্ছে দু’দিক খোলা টোটো।

বহরমপুরে শহরে টোটোর দু’দিক বন্ধ করা হলেও অন্য ছবি ধরা পড়ছে দৌলতাবাদের পর থেকে প্রায় জলঙ্গি পর্যন্ত । অধিকাংশ টোটোরই ডান দিক বন্ধ নেই । মাঝ রাস্তায় দিব্য টোটো বা অটোর ডান দিক দিয়ে ওঠানামা করছেন যাত্রীরা ! সাধারণ মানুষই প্রশ্ন তুলছেন ‘কোথায় যাত্রী সুরক্ষা! তাহলে নিয়মের বেড়াজাল কি শুধুই জেলার সদরে?’

এ বিষয়ে পরিবহণ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসে যাত্রী সুরক্ষার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে। এই মুহূর্তে সবটাই স্থানীয় প্রশাসনের নজরদারি এবং পরিবহন দপ্তরের নজরদারিতেই কাজ হচ্ছে । নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।