Murshidabad Train News সামসেরগঞ্জে রেল লাইনে ৩ শিশুর প্রাণ গেল ! ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগরে রেললাইনে এই ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ এক জন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুনঃ ধুলিয়ানে রেললাইনের পাশ থেকে উদ্ধার মৃতদেহ
Murshidabad Train News কীভাবে ঘটল ?
Murshidabad Train News স্থানীয় সূত্রে জানা যায়, শিবনগর এলাকায় আন্ডারপাস রয়েছে। কিন্তু দিন দুয়েক থেকে জল জমে বন্ধ হয়ে গিয়েছে এই আন্ডারপাসে । ফলে বাধ্য হয়েই রেললাইনের উপর দিয়েই যাতায়াত করছিলেন গ্রামবাসীরা। শনিবার দুপুরে ৩ শিশু রেললাইন পার হওয়ার সময় হঠাৎ দুটি লাইনেই থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে।
মুহুর্তেই মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের এবং এক শিশু নিখোঁজ বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ ও সামসেরগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।









