Murshidabad বিপর্যস্ত Delhi তে মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদের পরিযায়ী পরিবারের

Published By: Imagine Desk | Published On:

Murshidabad টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। দিল্লিতে কাজে গিয়েই মর্মান্তিক পরিণতি  মুর্শিদাবাদের একই পরিবারের চারজনের। দুঃসংবাদ আসতেই শোকের ছায়া নেমে এল নওদার গঙ্গাধারি জোরতলা গ্রামে। দিল্লির হরিনগরে শনিবার সকালে একটি দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয় সাত জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন জন যুবক, দুই তরুণী ও দুই নাবালিকা। উদ্ধারকাজ চলছে। মৃতদের মধ্যে চারজন রয়েছেন একই পরিবারের বাসিন্দা। সকলেই মুর্শিদাবাদের নওদার বাসিন্দা বলেই জানা গেছে।

Murshidabad  জানা গেছে, শনিবার সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যে জৈতপুরের মোহন বাবা মন্দিরের কাছে একটি দেওয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) আগে দাবি করেছিল যে এই ঘটনায় আটজন মারা গেছেন, পরে পুলিশ জানিয়েছে যে সাতজন নিহত হয়েছেন এবং একজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রবিউল সেখ, রুবিনা বিবি, হাসিনা খাতুন ও রুকসোনা খাতুন। আহত অবস্থায়  সফদরজং হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন গঙ্গাধারিরই বাসিন্দা হাসিবুল (২৭)।

নওদায় শোকার্ত পরিবার, পরিজনেরা

 

Murshidabad পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেই  গ্রাম ছেড়ে দিল্লিতে যান স্ত্রী, দুই সন্তান নিয়ে রবউল সেখ। সেখানেই একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শনিবার সকালে হঠাৎ করে ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মর্মান্তিক খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পুরো পরিবার শেষ! চোখের জল থামছে না আত্মীয়দের।