Murshidabad Tourism: মুর্শিদাবাদে নদীর উপরেই ভাসমান রেস্তোরাঁ ! একইসাথে ভ্রমণ, ভোজন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা পর্যটন মানচিত্রে জ্বলজ্বল করছে। দুর্গাপুজো পুজোর ছুটিতে অনেকের ডেস্টিনেশন ঐতিহাসিক মুর্শিদাবাদ । নবাবের শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়ে সান্ধ্যকালীন সৌন্দর্য এবার চাক্ষুষ করার সুযোগ হবে আপনার । আর সবটাই হবে ভাগীরথীর বক্ষে। সঙ্গে থাকবে আপনার মনের মত খাওয়া দাওয়ার ব্যবস্থা , সঙ্গী হবে মন মাতানো মনোমুগ্ধকর পরিবেশ। দুর্গাপূজোর আগেই নবাবী শহর মুর্শিদাবাদে পর্যটন মানচিত্রে খুলে গেল নতুন দিগন্ত। লঞ্চে বসেই ভাগীরথীর বুকে সান্ধ্যকালীন ভ্রমণে, বিনোদনের সঙ্গী হতে পারেন আপনিও।

যাত্রা পথে মুর্শিদাবাদের একের পর এক ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন চোখে পড়বে আপনার। পর্যটকদের কাছে উপহার স্বরূপ রিভার ক্রুজ ক্যাফে নিয়ে হাজির জলছবি হোটেল ও রিসোর্ট। নাম দেওয়া হয়েছে ‘ সাম্পান রিভার ক্রুজ ক্যাফে ‘। উদ্বোধনী পর্বে হাজির ছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তি পৌর কর্মকর্তা ব্যবসায়িক সমিতির প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা, জলছবি হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ জানাচ্ছেন মুর্শিদাবাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের এই অভিনব চিন্তাভাবনা। এই উদ্যোগ পর্যটকদের নতুন ভাবে উৎসাহ যোগাবে বলেই মনে করা হচ্ছে।