Murshidabad TMCP ব্লক সভাপতির পর এবার তৃনমূল ছাত্র পরিষদের TMCP সভাপতি পদে রদবদল। বুধবার প্রকাশিত হল তালিকা। মুর্শিদাবাদ জেলায় নতুন না পুরনোতেই ভরসা? তালিকায় দেখা গেল, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি পদে বহাল থাকলেন নাজমুল মিঞা সানশাইন। অন্যদিকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি বদল। নতুন সভাপতি হলেন রাহুল সেখ। এতদিন সভাপতির দায়িত্বে ছিলেন স্নেহাশিস চ্যাটার্জি।

Murshidabad TMCP জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি বদল
Murshidabad TMCP বিধানসভা ভোটের আগে সাংগঠনিক ভাবে আরও মজবুত হতে চাইছে তৃনমূল! জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। ছাত্র নেতৃত্বের বদল কি প্রভাব ফেলবে জঙ্গিপুরের মাটিতে? উঠছে প্রশ্ন।














