Murshidabad TMC ফের মুর্শিদাবাদের নওদায় তৃনমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগে সরব কর্মাধ্যক্ষ। নওদার বিধায়ক সাহিনা মমতাজ বেগম Sahina Mumtaz Begum অনুগামী নওদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জেসমিন নাহারের অভিযোগ, বৃহস্পতিবার নওদা পঞ্চায়েত সমিতিতে খাদ্য দপ্তরের স্থায়ী কমিটির সভা থেকে তাঁকে অপমান করে বের করে দিয়েছেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান সেখ। শুক্রবার যে ইস্যুতে জেসমিন নাহার বহরমপুরে জেলা শাসকের দপ্তরে এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন সফিউজ্জামান সেখের বিরুদ্ধে।

Murshidabad TMC তৃনমূল কর্মাধ্যক্ষের কী অভিযোগ?
Murshidabad TMC নওদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জেসমিন নাহারের অভিযোগ তাঁকে উদ্দ্যেশ্য করে ঘর থেকে চলে যেতে বলেন সফিউজ্জামান সেখ। মিটিং করতেও দেন নি। বলেন, ‘ কেন তিনি এমন করছেন কারণ জানা নেই!’ জেসমিন নহারের স্বামী গোলাম হায়দার সেখ বলেন, “দলকে নজরদারির জন্য বলছি। ব্লক সভাপতি হয়ে একজন কর্মাধ্যক্ষকে, একজন মহিলাকে অপমানিত করে ব্লক থেকে বের করে দিচ্ছেন , তাঁর কি অধিকার আছে? জেলা শাসক, এসডিও, বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছে।
Murshidabad TMC যদিও সফিউজ্জামান সেখ এর কোন প্রতিক্রিয়া মেলেনি
Murshidabad TMC এর আগেও ব্লক সভাপতি বনাম বিধায়ক দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে নওদায়
Murshidabad TMC এর আগেও একাধিকবার নওদায় বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তুঙ্গে উঠেছে তরজা। অভিযোগ- পাল্টা অভিযোগে সরগরম হয়েছে নওদার মাটি। এমনকি নওদা জট কাটাতে চলতি বছরের শুরুতেই সাংসদ থেকে জেলা সভাপতি, বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে রুদ্ধশ্বাস বৈঠকও করেছেন নওদা ব্লকের বিদ্রোহী নেতৃত্ব ও জন প্রতিনিধিদের সাথে। যদিও বছর শেষের আগেই আবার প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। বিধানসভা ভোটের আগে এই দ্বন্দ্ব কি অস্বস্তি বাড়াচ্ছে তৃনমূলের অন্দরে? জল্পনা রাজনৈতিক মহলে









