Murshidabad TMC রাত পোহালেই ২১শে জুলাই কলকাতায় শহিদ সমাবেশের তৃণমূলের। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতার উদেশ্যে যাত্রা শুরু করেছেন তৃণমূল নেতা কর্মীরা। কেউ ট্রেন, কেউ বাস কেউ আবার অন্য গাড়িতেই যাচ্ছেন নেতা কর্মীরা। শনিবার সকাল থেকেই কলকাতার উদেশ্যে যাত্রা শুরু করেছেন তৃণমূল নেতা কর্মীরা।
এদিন বিকেলে বহরমপুর স্টেশন থেকে ট্রেনে শহিদ সমাবেশে রওনা দিলেন অনেকেই। তৃণমূল নেতা অশোক দাস তিনি বহরমপুর স্টেশনে এসে জানান, “সারা বাংলার কাছে এটা আবেগ। তৃণমূল কর্মীরা সেদিনও ধর্মতলার ময়দানে ছিলাম। সেই আবেগ আজও ধরে আমরা একদিন আগেই পৌঁছে যাচ্ছি। সকালেই অনেকে বেড়িয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি”।
পাশাপাশি এদিন বিকেলে মুর্শিদাবাদ ষ্টেশন থেকেও কর্মীরা ট্রেন ধরে কলকাতার উদেশ্যে রওনা দিয়েছেন। লোকসভায় বিপুল জয়ের পর কাল শহিদ সমাবেশে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে নেতা কর্মীরা।