এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad TMC আইপ্যাক অফিসে ইডি-র হানা, মুর্শিদাবাদে ব্লকে ব্লকে প্রতিবাদ TMC-র

Published on: January 8, 2026
Murshidabad TMC

Murshidabad TMC বৃহস্পতিবার সকাল থেকেই চাপানউতোর।  কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে , অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-। যার প্রতিবাদে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ব্লকে ব্লকে প্রতিবাদ সংগঠনের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” আজকে বিকেল চারটের সময় সব ব্লকে ব্লকে যারা এসআইআর এর কাজে যুক্ত এসআইআর করবেন,  বাদবাকি সংগঠনের যারা আছে সারা বাংলায় সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে এর প্রতিবাদে মিছিল হবে। বিজেপির তৃনমূল কংগ্রেসকে অ্যাটাক করার এবং বিজেপির এই চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, এই লুঠের বিরুদ্ধে।  ”

আরও পড়ুন- Murshidabad SIR মুর্শিদাবাদে SIR পর্যবেক্ষণে রোল অবজার্ভার, হল সর্বদলীয় বৈঠক

বহরমপুর শহরে তৃনমূলের প্রতিবাদ মিছিল

 

Murshidabad TMC  তৃনমূল সুপ্রিমোর নির্দেশ মোতাবেক  মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পথেপ্রতিবাদে নামতে দেখা গেল তৃনমূল নেতা কর্মীদের। বহরমপুর পৌরসভার সামনে থেকে এদিন মিছিল হয় পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে, বহরমপুর শহর তৃনমূল কংগ্রেসের। বিজেপি বিরোধী স্লোগান তুলে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল।   বিজেপির বিরুদ্ধে সরব হন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, ” সাবস্ট্যান্ডার্ড রাজনীতি বিজেপির। কেন্দ্রীয় এজেন্সি গুলোকে ব্যবহার করা। এখন ইন্টেলেকচুয়াল জায়গায় হিট করছে। এটা ঘৃণ্য। প্রতীক জৈন একজন আইআইটি স্টুডেন্ট। একজন প্রফেশানাল এজেন্ট”।

হরিহরপাড়ায় মিছিল তৃনমূলের

 

Murshidabad TMC হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয় হরিহরপাড়া বাজারে। হরিহরপাড়ার বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান নিয়ামত সেখের নেতৃত্বে মিছিল তৃনমূলের। বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূল চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ বলেন, ” অবৈধভাবে পার্টির ওপরে অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে সেটা কীভাবে বরদাস্ত করব! গনতন্ত্রের উপরে অবৈধভাবে হস্তক্ষেপ করছে বিজেপি সরকার, প্রতিবাদে এই মিছিল।”

কান্দিতেও প্রতিবাদ তৃনমূলের

 

Murshidabad TMC  কান্দিতেও পথে প্রতিবাদ তৃনমূলের। কান্দি ব্লক ও শহর তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে কান্দি শহর জুড়ে হয় প্রতিবাদ মিছিল। ব্লকে ব্লকে এদিন পথে নেমে প্রতিবাদে সরব হয় তৃনমূল কংগ্রেস।  সামনেই রাজ্যে বিধানসভা ভোট। ভোটের আগে তৃনমূলের প্রতিবাদ নিয়ে সরগরম জেলা রাজনীতি। সমালোচনায় সরব বিরোধী মহল।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now