Murshidabad TMC রবিউল আলমকে সরিয়ে মুর্শিদাবাদে চেয়ারম্যান নিয়ামত সেখ

Published By: Imagine Desk | Published On:

Murshidabad TMC বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে বদল। নতুন চেয়ারম্যান হলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। এতদিন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তাঁকে সরিয়ে  দায়িত্ব দেওয়া হল  নিয়ামত সেখকে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বহাল থাকলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার

Murshidabad TMC শুক্রবারই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের AITC-র তরফে রাজ্যে নতুন জেলা সভাপতি ও চেয়ারম্যানদের তালিকা প্রকাশিত হয়। ২৬ এর বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান বদল নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।