Murshidabad TMC ৩ ঘন্টার ম্যারাথন বৈঠকে নওদার বিদ্রোহ ধামাচাপা নাকি পথবদল ?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad TMC  মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যে- একটানা চলল  ম্যারাথন বৈঠক। নওদা জট কাটাতে বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে তিন ঘণ্টা ধরে রুদ্ধশ্বাস বৈঠকে হাজির ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার APURBA SARKAR , চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী Rabiul Alam Chowdhury ,  মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব , শাখা সংগঠনের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা ।  তিন ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠকে নওদা ব্লকের বিদ্রোহী নেতৃত্ব ও জন প্রতিনিধিদের কথা শোনেন জেলা নেতৃত্ব। তিন ঘণ্টার আলোচনায় জল গলে যায় অবশেষে। সুর নরম করেন বিদ্রোহী ব্লক সভাপতি সফিউজ্জামান সেখ  । সফিউজ্জামান সেখ এদিন মিটিং শেষে বলেছেন,  আবেগতাড়িত হয়ে ইস্তফাপত্র লিখেছি। কিন্তু দলের ভাবনা, জেলা নেতৃত্ব, অভিভাবকদের কথাকে সম্মান জানিয়ে মানুষের জন্য কাজ করে যাব। চ্যালেঞ্জ, হেনস্থা উপেক্ষা করেই কাজে ফিরব।

Murshidabad TMC কোন পথে নওদার রাজনীতি ?

Murshidabad TMC  বিধায়ক সাহিনা মমতাজ  বনাম ব্লক সভাপতি সফিউজ্জামান সেখের   দ্বন্দ্বে সম্প্রতি  বিদ্রোহ ঘোষণা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গণইস্তফা পত্র পেশ করেন সোমবার। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নেন সফিউজ্জামান সেখ ।  জট কাটাতে তড়িঘড়ি বৈঠক ডাকেন জেলা নেতৃত্ব । সেইমতো এদিন সদলবলে বহরমপুরে আসেন ব্লক সভাপতি। দীর্ঘক্ষণ হল বৈঠক।

Murshidabad TMC

Murshidabad TMC  বৈঠকের পর জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার   বলেন, নওদায় অত্যন্ত শক্তিশালী সংগঠন। বিগত পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, সমবায় নির্বাচনে নওদার মানুষ ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর। ব্লক সভাপতি হাবিবের নেতৃত্বে শাখা সংগঠন, নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, সাধারণ মানুষকে সাথে নিয়ে এই নির্বাচনগুলিতে অভাবনীয় সাফল্য পেয়েছি। এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ, কোন কোন আধিকারিক জানি না কেন শক্তিশালি সংগঠনকে দুর্বল করতে চাইছে।  কাজে ফিরলেও দলীয় কোন্দল কি মিটল? রাজ্যের পদক্ষেপ কী হয়? বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব মেটাতে কী পদক্ষেপ নেয় তৃণমূল? সেটাই এখন দেখার ।