Murshidabad TMC এবার জেলে তৃণমূলের ব্লক সভাপতি

Published By: CHIRANJIT GHOSH | Published On:

Murshidabad TMC  সাগরদিঘির পর এবার রেজিনগর। ফের জেলে এক তৃণমূল নেতা।  অবশেষে জেল হেফাজতে রেজিনগর থানা Rejinagar PS  এলাকার  মুর্শিদাবাদের বেলডাঙ্গা-২ -পূর্ব ব্লকের তৃণমূলের (TMC)  সভাপতি। বুধবার আদালতে আত্মসমর্পণ করেন মাঞ্জুর সেখ  । তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তিনি বেলডাঙ্গা-২ ব্লকের পূর্ব সভাপতি হিসেবে এবারও দায়িত্ব পান। এরপর শুরু হয় রাজনৈতিক তরজাও।

Murshidabad TMC  আরও পড়ুনঃ বহরমপুর আদালতে পেশ সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউরকে, কবে করছেন পদত্যাগ?

Murshidabad TMC মাঞ্জু শেখকে বেলডাঙ্গা-২ ব্লকের পূর্ব- অংশের সভপতি  করায় ক্ষোভে ফেটে পড়েছিলেন  রেজিনগরের তৃণমূল  বিধায়ক রবিউল ইসলাম। তৃণমূল বিধায়কের প্রশ্ন ছিল,  মাঞ্জুর সেখ খুনের চেষ্টার মামলায়  অভিযুক্ত, তাও  তাঁকে কেন ব্লক সভাপতি করা হল ?

বেশ কিছু ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি বদল হলেও বিধানসভা ভোটের আগে ব্লক সভাপতি বদল হয় নি বেলডাঙ্গা ২  পূর্ব তৃণমূল কংগ্রেসের। এতেই বাড়ে রবিউক আলম চৌধুরীর ক্ষোভ।

Murshidabad TMC  বেলডাঙ্গা ২  ব্লকের তৃণমূল নেতা আতাউর রহমানের অনুগামী বলেই পরিচিত মাঞ্জুর সেখ  ওরফে লেবু ।

জেল খাটার পর বর্তমানে জামিনে রয়েছেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি  মসিউর রহমান। তাঁর বিরুদ্ধে জাত তুলে গালিগালাজের মতো গম্ভীর অভিযোগ উঠেছিল। এবার মুর্শিদাবাদ জেলারই এক  ব্লক সভাপতির জেলা যাত্রার পর তৃণমূলের অন্দরমহলে তৈরি হয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় দুই ব্যক্তিকে বেধরক মারধরের ঘটনা ঘটে। আক্রান্তদের অভিযোগ ছিল, মামলা নিচ্ছে না পুলিশ।  আদালতের দারস্থ হয় আক্রান্তের পরিবার।  সেই ঘটনায় ২০২৩ এর  ১৭ আগস্ট দায়ের হয় মামলা।

তৃণমূল সূত্রে খবর এই মামলা থেকে জামিন পেতে হাইকোর্টে এবং পরে সুপ্রিমকোর্টেও আবেদন করেন মাঞ্জুর সেখ। যদিও সেই আরাজি খারিজ হয়ে যায়। পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। যদিও দাপটেই চালাচ্ছিলেন রাজনৈতিক কর্মকান্ড। তিনি  ফের ব্লক সভাপতি হওয়ায় বিতর্ক বাঁধে তৃণমূলের অন্দরেই। অবশেষে বুধবার সিজিএম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

See also  মুর্শিদাবাদে গড়ে উঠুক শিল্প, উৎসাহ প্রশাসনের