এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad TMC নতুন কমিটি ঘোষণা হতেই বিদ্রোহ! কেন ক্ষুব্ধ মাহে আলম?

Published on: January 3, 2026
Murshidabad TMC 

Murshidabad TMC ২৬ এর শুরুতেই ফের প্রকাশ্যে তৃনমূলের গোষ্ঠী কোন্দল। এবার বিদ্রোহী বড়ঞা দক্ষিন ব্লক তৃনমূল সভাপতি মাহে আলম। মাহে আলমের নিশানায় বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃনমূল সভাপতি ভীষ্মদেব কর্মকার।  শনিবার মাহে আলম সমাজ মাধ্যমে ‘চিটিংবাজ’, ‘দালাল’ বলে কটাক্ষ ছোড়েন যুব সভাপতির বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল।

Murshidabad TMC  কেন ক্ষুব্ধ বড়ঞা দক্ষিন ব্লক তৃনমূল সভাপতি মাহে আলম?

আরও পড়ুন- Berhampore TMC নতুন বছরে নতুন কমিটি তৃনমূলের, যুব, মহিলা, INTTUC-র দায়িত্বে কারা ?

Murshidabad TMC  শনিবার বহরমপুর জেলা কার্যালয়ে জেলা কমিটি ঘোষণা করে যুব তৃনমূল, মহিলা তৃনমূল ও শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতৃত্ব। নতুন কমিটি ঘোষণা হওয়ার পরেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেন মাহে আলম। অভিযোগ, কমিটি থেকে ব্রাত্য বড়ঞা দক্ষিনের নাম। মাহে আলম বলেন, “যে অন্যায় করবে আমি প্রতিবাদী ছেলে। বিগত দিনেও প্রতিবাদ করেছি। আজও প্রতিবাদ করছি, ভবিষ্যতেও করব সে যতই বড় মহারথী হোক।” এরপরেই প্রশ্ন তোলেন মাহে আলম। বলেন, ”  আজকে যে জেলা কমিটি যুবর ঘোষণা হয়েছে সেখানে বড়ঞা দক্ষিনের কোন নাম নেই।  অথচ যারা উত্তরের দায়িত্বে রয়েছেন তাদের দুজনের নাম দক্ষিনের কমিটিতে পাঠানো হয়েছে। আমরা দলটা করছি ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন মানুষের পাশে থেকে। কেউ যদি মনে করে তৃনমূল কংগ্রেসকে নিয়ে ছিনিমিনি খেলা করব সে যতই বড় মহারথী হোক বিগত দিনেও ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বনা।” এরপরেই বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃনমূল সভাপতি ভীষ্মদেব কর্মকারকে নিশানা করে বলেন, ” যে ব্যক্তি কমিটি ঘোষণা করেছে তাঁকে ৪৮ ঘণ্টা টাইম দিলাম। যদি ৪৮ ঘণ্টার মধ্যে সে যদি উইথড্র না করে তাহলে আগামী দিনে ওই ব্যক্তির বড়ঞার মাটিতে পা দেওয়া বন্ধ হয়ে যাবে। দলকে নিয়ে যদি কেউ বিভ্রান্তির চেষ্টা করে সে যত বড়ই মহারথী হোক তার বিরুদ্ধে প্রতিবাদ করব।

শনিবার নতুন কমিটি ঘোষণা করে যুব, মহিলা, শ্রমিক সংগঠন

 

Murshidabad TMC  মাহে আলমের বিদ্রোহ প্রসঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃনমূল সভাপতি ভীষ্মদেব কর্মকার বলেন, ” সবই দলের অভ্যন্তরীণ বিষয়। যদি কোথাও কিছু হয়ে থাকে আমরা আমাদের সিনিয়র নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেব। যারা জেলা ও রাজ্যের দায়িত্বে আছেন তাঁদের সাথে কথা বলে মিটিয়ে নেব। এটা আমাদের কাছে কোন বিষয় নয়।”

Murshidabad TMC  উল্লেখ্য, ৩ রা জানুয়ারি বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃনমূল কংগ্রেসের জেলা যুব কমিটি ঘোষণা করেন জেলা যুব সভাপতি ভীষ্মদেব কর্মকার।  তিনি জানান, জেলা যুব কমিটিতে রাখা হয়েছে ৬৮ জনকে। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। ভোটের তৃনমূলের অন্তঃদ্বন্দ্ব কি অস্বস্তি বাড়াল ? জল্পনা তুঙ্গে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now