Murshidabad TMC মুর্শিদাবাদ বিধানসভায় রাজ্জাকেই ভরসা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী ?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad TMC ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কি নবাবের শহরকে বেছে নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কর্মসূচীর জন্য ? এই নিয়ে দিন কয়েকের বিতর্কে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মঞ্চে আব্দুর রাজ্জাকের উপস্থিতি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক । তাঁর স্ত্রী হাজেরা বিবি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি।

Murshidabad TMC মুর্শিদাবাদ বিধানসভায় কী অবস্থা তৃণমূলের ?

একুশের ভোটে মুর্শিদাবাদ আসনে হারে তৃণমূল। সেবার তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন শাওনী সিংহ রায় Shaoni Singha Roy।  বিধায়ক হন বিজেপি নেতা গৌরী শঙ্কর ঘোষ। সেবার 95,967 ভোটে পেয়েছিলেন বিজেপির গৌরী শঙ্কর ঘোষ। তৃণমূলের শাওনি সিংহ রায় পেয়েছিলেন 93,476 ভোট। 2,491 ভোটে জেতে বিজেপি। তারপর থেকেই এই আসন জিততে মরিয়া তৃণমূল।

Murshidabad TMC  ২০২৪ এর লোকসভা নির্বাচনে অবশ্য এই আসনে এগিয়ে ছিল বিজেপি। এই আসনে  এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন  ৯৪১৬৪ ভোট। তৃণমূল এখানে ভোট পেয়েছিল  ৮৬৩১৩ ভোট। সিপিএমের ভোট এখানে ছিল  ৪০৬৫১ । মুর্শিদাবাদ কেন্দ্র আবু তাহের খান জিতলেও মুর্শিদাবাদ বিধানসভায় অস্বস্তি রয়েই গিয়েছে। তৃণমূল সূত্রে খবর , মুর্শিদাবাদে ক্ষত মেরামত করতে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের উপরেই ভরসা রাখছে তৃণমূল। তাই তাঁকে দেখে গিয়েছে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে। মুর্শিদাবাদ বিধানসভায় রাজ্জাকেই ভরসা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী ? এই প্রশ্নই চাগাড় দিয়েছে সোমবার দুপুরে।