Murshidabad TMC ভরতপুরের পর এবার রেজিনগর। ফের বিবাদের জেরে মৃত্যু তৃণমূল কর্মীর। রেজিনগরের আন্দুলবেড়িয়াতে গ্রাম্য বিবাদের জেরে দুই গোষ্ঠীর মারামারিতে মৃত্যু হল পতিত পাল নামে এক তৃণমূল Trinamool Congress কর্মীর । গত ২১শে জুলাই রাতে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে Murshidabad Medical College & Hospital ভর্তি হন ওই তৃণমূল কর্মী । গতকাল বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত পতিত পাল তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।
Murshidabad TMC বেলডাঙা পূর্ব ব্লক তৃণমূল সভাপতি মাঞ্জু সেখ , দাবি করেছেন পতিত পাল আমাদের আন্দুলবেড়িয়ার উত্তর কলোনী বুথের দীর্ঘদিনের বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মী। গত তিনদিন আগে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ টোটো নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতি হামলা চালায়। তাঁর মুখ বেঁধে রড, শাবল দিয়ে মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করেন। শুক্রবার তিনি মারা যান। তাঁর দাবি, পতিত পাল কয়েকজন দুষ্কৃতিকে চিনতে পারেন, তাদের নামে এফআইআর হয়েছে।
২৩ জুলাই মুর্শিদাবাদের ভরতপুরে খুন হন এক তৃণমূল কর্মী। বুধবার ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সেহলায় এলাকায় খুন হন ষষ্ঠী ঘোষ । সেহলায়ে নদীর বাঁধের উপর ওই ব্যক্তিকে বাইকে থেকে নামিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।