Murshidabad Teacher’s Success শিক্ষক দিবসের আগেই মুর্শিদাবাদের Murshidabad নাম উজ্জ্বল করলেন প্রবীণ শিক্ষক তরুণ দাস। মুর্শিদাবাদের কান্দির জেমো রঘুনাথপুরের বাসিন্দা তরুণ দাস Fine Art চারুকলায় তাঁর অসামান্য কৃতিত্বের জন্য স্বর্ণপদক Gold Medal জয় করলেন। পেশায় স্কুল শিক্ষক হলেও চিত্রকর হিসেবেও তাঁর জনপ্রিয়তা বরাবরের। দীর্ঘদিনের অধ্যাবসায়, ধৈর্য, ভালোলাগার সম্মান পেলেন আন্তর্জাতিক মঞ্চে। নাম উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের। সোনার পদক ছিনিয়ে নিলেন নিজের প্রতিভা, কৃতিত্ব দিয়ে।

Murshidabad Teacher’s Success ২ রা আগস্ট, ২০২৫ দিল্লীর দ্বারকায় ক্রিয়েটিভ আনলকে আনুষ্ঠানিক ভাবে স্বর্ণপদকে ভূষিত হলেন ডঃ তরুণ দাস। ইন্দোনেশিয়া এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে স্বনামধন্য প্রতিভাবান ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার এশিয়া ডিজিটাল ইউনিভার্সিটি Asia Digital University থেকে চিত্রশিল্পের উপর গবেষণা এবং নতুন নতুন দিশার সন্ধান দেখানোর জন্য Honorary Doctorate in Fine Arts ডক্টরেট উপাধি (P.hd) পেলেন তরুণ দাস। দিল্লীর GHRPF Research Institute তরুণ দাসকে বিশেষ সম্মাননা জানালেন। স্বর্ণপদকে সম্মানিত হলেন কান্দির জেমো আশুতোষ পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং স্বনামধন্য চিত্রকর।
Murshidabad Teacher’s Success মুর্শিদাবাদের শিক্ষকের অসামান্য কৃতিত্ব, সাফল্যে আবেগে ভাসলেন তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী, ছাত্র ছাত্রী, প্রত্যেকেই।









