Murshidabad Teacher: মুর্শিদাবাদের শিক্ষকের চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি ফিরিয়ে এল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, ২০২১ সালে ডিসেম্বরে মুর্শিদাবাদ জেলার একটি প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পান মিরাজ শেখ । কিন্তু মাস চারেক চাকরি করার পরে হঠাৎ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ । শিক্ষা সংসদের যুক্তি ছিল, গ্র্যাজুয়েশনে ওই শিক্ষকের কম নম্বর ছিল । সার্ভিস বুক তৈরি করার সময় বিষয়টি সামনে আসে । সেই কারণেই মিরাজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন মিরাজ সেখ। তাঁর দাবি, অনৈতিকভাবে কেড়ে নেওয়া হয়েছে চাকরি। মঙ্গলবার মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, চাকরি ফিরিয়ে দিতে হবে ওই শিক্ষকের। বিচারপতি মন্তব্য করেন, ” পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে টাকা না দিলে চাকরি মেলে না।’’ এদিন বিচারপতি কটাক্ষ করে বলেন , ‘‘মানিক ভট্টাচার্যকে টাকা দেয়নি তাই হয়তো মামলাকারীর চাকরি বাতিল হয়েছে।’’