Murshidabad Synergy ৭ হাজার কোটির বিনিয়োগ! মুর্শিদাবাদ সহ তিন জেলায় কর্মসংস্থানের সম্ভাবনা!

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Synergy  শিল্প সম্ভাবনা বাড়িয়ে তুলতে হবে। আর তাহলেই বাড়বে কর্মসংস্থান। ঘুচবে বেকারত্ব। এই বার্তা দিতেই মুর্শিদাবাদ জেলায় এই প্রথম হল ব্যবসায়ী সম্মেলন ‘সিনার্জি’। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সিনার্জির Synergy মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় হাজির সরকার। শিল্পোদ্যোগীদের মুখ থেকে সমস্যা শুনে তৎক্ষণাৎ সমাধানের উদ্যোগ নেওয়া হল একই সাথে চাকরির আশায় বসে না থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে অপরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আহ্বান জানানো হল এই সিনার্জি থেকেই।

Murshidabad Synergy নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ- এই তিন জেলা শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে হাজির। সিনার্জিতে এলেন রাজ্যের একাধিক মন্ত্রী, তিন জেলার জন প্রতিনিধি, প্রশাসনিক কর্তাব্যক্তি, উদ্যোগপতি, ব্যবসায়ীরা।

Murshidabad Synergy সিনার্জির লক্ষ্য কী? মূলত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ‌্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে বেকার যুবক-যুবতীদের শিল্পোদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ‘সিনার্জি’তে যোগ দিতে এসে রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী বলেন ছোট ছোট উদ্যোগ গড়ে তোলা জরুরি। মুর্শিদাবাদে কৃষি ভিত্তিক শিল্প ছাড়াও খাদ্য ও ফল প্রক্রিয়াকরণ শিল্প, হস্তশিল্প, ধাতব ও রেশম শিল্পের কথাও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে।

Murshidabad Synergy মুর্শিদাবাদ জেলায় শিল্প সম্ভাবনার সাথে আগামীদিনে এই তিন জেলায় ৮০ হাজার কর্ম সংস্থানের সম্ভাবনা ও ৭ হাজার কোটির বিনিয়োগের সম্ভাবনার কথা বললেন রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বলেন, ” মুর্শিদাবাদের হরিহরপাড়া কর্মতীর্থে সুতোর গোডাউন কাম সেলিং কাউন্টার স্থাপন করা হয়েছে। যেখানে থেকে হরিহরপাড়া এবং ডোমকল এলাকার প্রায় ১৫০০ হ্যান্ডলুম ও পাওয়ারলুম তাঁতিরা প্রয়োজনীয় সুতো পাবেন এক্স ফ্যাক্টরি মূল্যে। আজ থেকেই সেই কেন্দ্রের কাজ শুরু হবে। তাম্রলিপ্ত স্পিনিং মিল দ্বারা পরিচালিত হবে।”

Murshidabad Synergy তিনি আরও বলেন, ” এই সিনার্জি ইভেন্টের প্রস্তুতির সময়কালে তিনটি জেলায় বিনিয়োগকারী শিল্প সমিতি এবং উদ্যোক্তাদের ২ হাজার ৯৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে। এমএসএমই দপ্তরের সাফল্য থেকে অনুমান করা যায় যে আগামী বছরগুলিতে এই তিনটি জেলায় প্রায় ৮০ হাজার লোকের কর্মসংস্থানের সম্ভাবনা সহ আনুমানিক ৭ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে”।

See also  Murshidabad Jute Cultivation সোনালি তন্তুই পুজোয় পাট চাষিদের আগমনী গান

Murshidabad Synergy বিভিন্ন সরকারি দপ্তরের সহায়তা কেন্দ্র থাকে ‘সিনার্জিতে’। উদ্যোগপতিদের সাথে আলোচনা হয় সরকারি আধিকারিকদের। কীভাবে এগোতে হবে! পরামর্শ দেওয়া হয় সেখানেই। এদিন সিনার্জি মঞ্চ থেকেই প্লাস্টিক দূষণ রোধে নতুন শিল্প উদ্যোগের প্রস্তাব রাখেন প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান।

Murshidabad Synergy সিনার্জিতে যেমন শিক্ষিত যুব সমাজকে উৎসাহ দেওয়া হয়। একই সাথে উদ্যোগপতিদের কী সম্ভাবনা , কী সমস্যা সেটাও শোনেন সরকারি আধিকারিকরা। মুর্শিদাবাদের ব্লকে ব্লকে এই ধরনের সচেতনতা সভার প্রস্তাব সাংসদ থেকে বিধায়কের।
শিল্প উদ্যোগে মহিলাদের এগিয়ে আসার বার্তা দেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা।
‘সিনার্জি’ শিল্প উদ্যোগ এবং কর্মসংস্থানে আগামী দিনে কতটা প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে মুর্শিদাবাদ।