এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Synergy: জেলায় শিল্প, বহরমপুরে শুরু সিনার্জি

Published on: December 12, 2025
Murshidabad Synergy

Murshidabad Synergy শুরু হল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সিনার্জি ও বিজনেস ফেলিসিটেশন কনক্লেভ। শুক্রবার জেলা পরিষদের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, একাধিক বিধায়ক, পুলিস কর্তা, উদ্যোগপতি, বিভিন্ন দফতরের আধিকারিকরা। জেলাশাসক বলেন, ”আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদ জেলার জন্য স্পেশ্যাল সিনার্জি। মুর্শিদাবাদ ও বীরভূম জেলা নিয়ে বোলপুরে গত মাসে একটি সিনার্জি ইতিমধ্যে হয়েছে। এটা স্পেশ্যাল সিনারজি যাতে এমএসএমই দফতরের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাকে আরও কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়।” এদিন দিনভর সেখানে উদ্যোগপতিরা সরাসরি আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরাও রয়েছেন।

আরও পড়ুনঃ Murshidabad Khadi Mela 2025: মুর্শিদাবাদ খাদি মেলায় প্রায় ৪ কোটির রেকর্ড বিক্রি

Murshidabad Synergy বছর শেষে মুর্শিদাবাদ জেলার শিল্প সম্ভাবনা নিয়ে শুরু হল এই শিল্প সম্মেলন। সিনার্জি এন্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ ২০২৫-২৬ মুর্শিদাবাদ হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে। জেলার শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় এদিন দুপুরে। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন রাজেশ পাণ্ডে (অতিরিক্ত মুখ্য সচিব, এমএসএমই এন্ড টেক্সটাইলস) রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এমএসএমই ডিরেক্টর ইউ স্বরূপ, নিখিল নির্মল (এম ডি, WBSIDCL) । সূচনা পর্বে মঞ্চে গাছে জলদানের মধ্য দিয়ে শুরু হয় শিল্প সম্মেলন। অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) দীননারায়ণ ঘোষ, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, কো-মেন্টর শাওনি সিংহ রায়, নওদার বিধায়ক সাহিনা মমতাজ বেগম, লালগোলার বিধায়ক মহম্মদ আলি,সহ একাধিক জন প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে শুরু হয় সম্মেলন।

Murshidabad Synergy জেলার উন্নয়নে নতুন কী দিশা উঠে আসে?

Murshidabad Synergy জেলার উন্নয়নে নতুন কী দিশা উঠে আসে? সিনার্জির দিকেই তাকিয়ে জেলা। ছোট, ক্ষুদ্র, মাঝারি শিল্প সম্মেলন সরকারি ভাষায় ‘সিনার্জি’-কে ঘিরে বেড়েছে প্রত্যাশার পারদ।Murshidabad Synergy রেজিনগর শিল্পতালুকে স্টিল কারখানা ছাড়া কিছু নেই। বিস্তীর্ণ জমি পড়ে আছে সেখানে। পলসন্ডায় শিল্প তালুক গড়বার দাবি আছে। শিল্প করতে সমস্যা থাকলে সেগুলি কীভাবে দ্রুত কাটানো যাবে সেসব নিয়ে আলোচনা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now