Murshidabad Synergy মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় শিল্পে ১৫০০ কোটি টাকার প্রস্তাব এল। শুক্রবার জেলা পরিষদের অডিটোরিয়ামে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যে সম্মেলন হল। যা সরকারি ভাষায় ‘সিনার্জি’ (Synergy)। সম্মেলন শেষে ১৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। যাতে ৪১ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া রেজিনগর শিল্পতালুকে আরও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই অনুষ্ঠানে ৫৫০ জনের বেশি উদ্যোগী অংশ নিয়েছেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল, আটকে থাকা উদ্যোগের ছাড়পত্র ও বিভিন্ন অনুমোদন পাওয়ার বিষয়ে নিষ্পত্তি। একগুচ্ছ ছোট ও মাঝারি শিল্পের সম্ভাবনা দেখিয়ে মুর্শিদাবাদ জেলায় হল এদিনের শিল্প সম্মেলন।

আরও পড়ুনঃ DM Visit Rejinagar: রেজিনগর শিল্প তালুক পরিদর্শন জেলাশাসকের, আশায় বণিকসভা
Murshidabad Synergy শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনে জেলার শিল্পদ্যোগী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশ নিয়েছিলেন প্রত্যাশা নিয়ে। সিনার্জির উদ্বোধন ও সভাপতিত্ব করেন ক্ষুদ্র , ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডে, জেলাপরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, লালগোলার বিধায়ক মহম্মদ আলী, মুর্শিদাবাদ জেলা পরিষদের কো- অর্ডিনেটর শাওনি সিংহ রায়, জেলার বণিকসভার প্রতিনিধি, উদ্যোগীরা। ছিলেন নিখিল নির্মল (ডিরেক্টর এমএসএমই), জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ০ দীননারায়ণ ঘোষ এবং বিভিন্ন দপ্তরের রাজ্য ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।
Murshidabad Synergy কী কী হল?
Murshidabad Synergy অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলায় শিল্পের পরিস্থিতি নিয়ে একটি অডিও ভিসুয়াল উপস্থাপনা করা হয়। ডব্লিউবিএসআইডিসিএলের অধীনে রেজিনগর শিল্পতালুক নিয়েও অডিও ভিসুয়াল মাধ্যমে উপস্থাপন করা হয়।
Murshidabad Synergy ২৩ টি সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। ৩৫০ জন উদ্যোগী হেল্প ডেস্কে গিয়ে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। ১২ জন উদ্যোগপতির হাতে বিভিন্ন ছাড়পত্রের অনুমোদন, ব্যাঙ্ক ঋণের অনুমোদন, প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়েছে। উন্নতমানের ধান উৎপাদন ও রপ্তানি করতে মুর্শিদাবাদ রাইস মিলস এ্যাসোসিয়েশনের জন্যে ল্যাবরেটরির প্রস্তাব এসেছে। ধান বীজ উন্নয়নের জন্যে বিশ্ববিদ্যালয়ের অনুরোধ। স্বনির্ভর গোষ্ঠী ও কারু শিল্পীদের জন্যে মার্কেট কমপ্লেক্স হচ্ছে।ভবিষ্যৎ ক্রেডিট স্কিমের আওতায় এই জেলায় মোট ১৪৪৫ টি ঋণের আবেদনে ব্যাঙ্ক অনুমোদন দিয়েছে। যার পরিমাণ ৫০.৮৫ কোটি টাকা। জেলায় ২১ হাজার ২৮১ জন কারিগর ও তাঁতিকে স্কিম দেওয়ার সুবিধা সহজ করবার জন্যে রাজ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাগড়া বেল মেটাল ক্লাস্টারের জন্যে আরও একটি কমন ফেসিলিটি সেনটার প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে ৫৫০ জনের বেশি মৃৎশিল্পী উপকৃত হবেন। বহরমপুরে উডেন ফার্নিচারের জন্যে প্রশাসনিক অনুমোদন পেয়েছে। হরিহরপাড়া কর্মতীর্থে সুতো, গুদাম বিক্রয় কেন্দ্র এবছর ১৭ জানুয়ারি থেকে কাজ শুরু করেছে। জানানো হয়েছে, এই জেলায় এখনও পর্যন্ত ১ লক্ষ ৩৩ হাজার ৫৬০ টি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ উদ্যম পোর্টালে নথিভুক্ত হয়েছে। যা রাজ্যে প্রথম।
Murshidabad Synergy রেজিনগর শিল্প তালুক
Murshidabad Synergy রেজিনগর শিল্প তালুকের জন্যে যেসব সমস্যা উঠে এসেছে সেগুলি হল, ৫-৬ ফুট পর্যন্ত মাটি ভরাট করা প্রয়োজন। দখলদারি সমস্যা দূর হলে ৫ টি কোম্পানি এখনই কাজ শুরু করতে পারবে।
Murshidabad Synergy এমএসএমই এন্ড টেক্সটাইলস দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে বলেন, ”গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কৃষি প্রধান জেলা। এখানে অনেকগুলি সুযোগপ আছে। এগ্রো, খাদ্য প্রক্রিয়াকরণ আছে। এখানে রাসায়নিক ভিত্তিক শিল্প হতে পারে। ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিকেশনে, মোটর পার্টসে হতে পারে। জাতীয় সড়ক জেলার মাঝ দিয়ে গিয়েছে। এখানে বস্ত্রের সম্ভাবনা আছে। সিল্কের সম্ভাবনা আছে। এই জেলাতে কোরিয়াল ও গরদ জিআই পেয়েছে। ওখানে আরও ভালো পণ্য তৈরি করা যেতে পারে। কাঠের, কাঁসা শিল্প আছে। কী করে আরও উন্নয়ন করা যায় তা নিয়ে কথা হয়েছে।”

Murshidabad Synergy রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ”রেজিনগর শিল্পতালুকে আমরা নজর দিয়েছি। অতিরিক্ত মুখ্য সচিব সেখানে গিয়েছেন। কিছু অসুবিধা আছে। সেগুলি আমরা চেষ্টা করছি জেলাশাসককে দিয়ে সমাধান করে আরও ভালোভাবে তুলে ধরা হবে।” জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, ”মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সিনার্জি আজকে আয়োজিত হয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূম নিয়ে একটি সিনার্জি গত মাসে হয়েছে। মুখ্যমন্ত্রী কিছু দিন আগে মুর্শিদাবাদ জেলায় এসেছিলেন ওঁর নির্দেশ মতো বিশেষ সিনার্জি। এমএসএমই ও শিল্প দফতরের পক্ষ থেকে আরও কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।”
Murshidabad Synergy শিল্প সম্মেলন কি আশার আলো জাগাল? শিল্পের ভবিষ্যৎ কী? মুর্শিদাবাদ জেলা এখন কোন পর্যায়ে? কী জানালেন মন্ত্রী? চন্দ্রনাথ সিনহা বলেন, আপনারা যে পরামর্শ দিয়েছেন সেগুলি দেখছি।
Murshidabad Synergy মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
Murshidabad Synergy বিগত কয়েক বছরে মুর্শিদাবাদ জেলা কি শিল্পের মুখ দেখেছে? শিল্পহীন জেলার তকমা কি মুছেছে? মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাধারন সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য বলেন, শিল্প হচ্ছে। তবে যে পরিমাণে হওয়া দরকার। সেটা হচ্ছে না। তার মূল সমস্যা হচ্ছে, ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রে সমস্যা রয়েছে। বাঙ্কগুলো হেনস্থা করে। দূষণের ছাড়পত্রের জন্যে মালদা ছুটতে হয়। দমকলের জন্যে কিছু হলে কলকাতা ছুটতে হয়। দমকলের নো অবজেকশন যেন বহরমপুরে হয়। এই সবগুলি এক ছাতার তলায় হলে আমার মনে হয় মুর্শিদাবাদে শিল্পের বাধা অনেকটা কেটে যাবে।
Murshidabad Synergy শিল্পদ্যোগীরা কী চান?
Murshidabad Synergy শিল্পদ্যোগী ডঃ নুর আমিন হক বলেন, জমি চেয়েছিলাম। প্রক্রিয়া শুরু হয়েছে। জমি পেলে শিল্প হবে। যাদবপুর থেকে পড়াশোনা করে ইন্ডাস্ট্রি ডিজাইন করেছি। অন্যতম শিল্প হচ্ছে ইথানল। ইথানলকে তৈরি করতে ৭২ ঘণ্টা লাগে, সেটা কমিয়ে ২০ ঘণ্টা হবে। মুর্শিদাবাদের রেজিনগরকে বেছে নেওয়া হয়েছে।
Murshidabad Synergy চলতি বছরের জানুয়ারিতে বহরমপুরে, তারপর বীরভূমে এবং ডিসেম্বরে আবার বহরমপুরে আয়োজিত হল ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের সমাধানে বিশেষ ইভেন্ট সিনার্জি। জেলার উন্নয়ন, সম্ভাবনা, কর্ম সংস্থান এবং নতুন ভাবনায় কী কী উঠে এল বছর শেষে? ক্ষুদ্র, মাঝারি শিল্প কি এবার ঘুরে দাঁড়াতে চলেছে? মুর্শিদাবাদ জেলায় এমএসএমই খাতে আগামি দিনে প্রায় ১,৫০০ কোটি টাকার বিনিয়োগ হবে বলেই আশা করা হচ্ছে। যা ৪০,০০০ থেকে ৪১,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সব নিয়েই ২৬ এ কোন পথে যাবে মুর্শিদাবাদের শিল্পদ্যোগ? সেটাই এখন দেখার।















