Murshidabad swimming ভৈরবে সাঁতার দেখতে ভিড় নদীর দুধারে । শনিবারের পড়ন্ত বিকেল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভৈরবের Bhairab River তীরে কাতারে কাতারে ভিড় করলেন গ্রামের মানুষ । মাঝ নদী থেকে জলে ঝাঁপ দিলেন সাতারুরা। টার্গেট ছিল ৫০০ মিটার। একে ওপরকে টপকে এগিয়ে গেল কে? দেখতে বাড়ল ভিড়। হরিহরপাড়ার তরতিপুরে পল্লি মঙ্গল সমিতির উদ্যোগে ২৮ তম সাঁতার প্রতিযোগিতা ঘিরে ছিল উন্মাদনা।
Murshidabad swimming কেমন হল সাঁতার ?
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ডের ১০০ সাঁতারু অংশ নেয়। প্রতিযোগীদের উৎসাহ জোগাতে হাজির ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া প্রেমীরা। প্রতিযোগিতা শেষে মুখে হাসি চার ইভেন্টের প্রতিযোগীদের। বিজয়ীরা হাতে পেলেন ট্রফি, শংসাপত্র।














