Murshidabad Swimming Association বিশ্বের মেগা ইভেন্টের আগে মেগা র‍্যালি বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Swimming Association সাঁতার প্রতিযোগিতা ঘিরে দর্শকদের আবেগ, উৎসাহ, উদ্দীপনার মাত্রা থাকে আলাদাই। অপেক্ষার অবসান হচ্ছে আবারও। আগামী ৩১ শে আগস্ট রবিবার বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদে। ভাগীরথীর বুকে ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকবে আহিরন ঘাট থেকে শহর বহরমপুরের গোরাবাজার ঘাট। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় গঙ্গাবক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার এবছর ৭৯ তম বর্ষ। রবির মেগা ইভেন্টের আগে এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে। সংস্কার হওয়া সুইমিং পুলের চারপাশে চলছেই মঞ্চ বাঁধার কাজ। সাজো সাজো রব চতুর্দিকে। শুক্রবার বহরমপুর শহর জুড়ে বর্ণাঢ্য পদযাত্রা হয় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এদিন জেলা সুইমিং অ্যাসোসিয়েশন প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রা। রণপা ও ব্যান্ড বাজিয়ে পদযাত্রায় পা মেলালেন সুইমিং অ্যাসোসিয়েশনের সদস্য থেকে প্রতিযোগি ও শহরবাসী। শহরের রাস্তায় হাঁটলেন স্পেনের সাতারু। বিদেশি সাতারুকে পেয়ে কেউ তুললেন সেলফি কেউ আবার মেলালেন হাত।

Murshidabad Swimming Association প্রতি বছরের মতো এবছরও চমকে ভরা পুরো ইভেন্ট। মুর্শিদাবাদ সন্তরণ সংস্থা সূত্রে জানা গেছে, এবছর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীর সংখ্যাও বেশী। দেশ বিদেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। ১৯ কিমি এ পুরুষ বিভাগে অংশগ্রহণ করছেন ৩৮ জন, মহিলাদের গ্রুপে সংখ্যাটা ২১। অংশ নিচ্ছেন বাংলাদেশের ৬ জন প্রতিযোগী। ৮১ কিমি এ এবছর প্রতিযোগীর সংখ্যা ২১ জন। যার মধ্যে ৩ জন মহিলা। ভারতের বিভিন্ন প্রান্তের সাতারু ছাড়াও অংশ নিচ্ছে স্পেন, বাংলাদেশ, দুবাই এবং ইন্দোনেশিয়ার দুই প্রবাসি ভারতীয়। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতার রুট আহিরন ঘাট থেকে বহরমপুরের গোরাবাজার ঘাট। ১৯ কিমি এর টার্গেট জিয়াগঞ্জ সদর ঘাট থেকে বহরমপুর গোরাবাজার ঘাট।

Murshidabad Swimming Association এবছরের প্রতিযোগিতা নিয়ে কতটা আশাবাদী মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ? মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ দাস জানান, সাঁতার প্রতিযোগিতা ৭৯ তম বছরে পদার্পণ করছে। শুভ সূচনায় হল বর্ণাঢ্য শোভাযাত্রা। স্পেন, বাংলাদেশের প্রতিযোগী পৌঁছে গেছেন ইতিমধ্যেই। প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। শহরবাসীকে অবগত করতেই এদিনের আয়োজন। প্রতি বছরের মতো এবারেও যাতে দর্শকদের ভিড় উপচে যায়, সেই আশা থাকছে।

Murshidabad Swimming Association  গোল্ড মেডেলের দাবিদার হবে কে? ভারত নাকি স্পেন না বাংলাদেশ? কে কাকে টপকে ধরে রাখবে খেতাব! দেশ বিদেশের সাতারুদের হাড্ডাহাড্ডি ফাইট দেখার অপেক্ষায় জেলা ছাড়িয়ে রাজ্য তথা গোটা বিশ্ব।