Murshidabad Students  টেস্টে উধাও কেন মুর্শিদাবাদের ছাত্রীরা ?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Students  মুর্শিদাবাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছর মাধ্যমিক Madhyamik , উচ্চ মাধ্যমিক Higher Secondary , হাই মাদ্রাসার টেস্ট পরীক্ষায় সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। পরীক্ষায় অনেক ছাত্র-ছাত্রী গরহাজির।  ছাত্রীদের টেস্ট পরীক্ষা না দেওয়াটা বেশ উদ্বেগজনক বলেই মনে করছে শিক্ষা মহল । বিভিন্ন স্কুলের সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনেক ছাত্রীরই পরীক্ষায়  বসছে না।  বাল্যবিবাহকেই কারণ হিসেবে দেখছেন  বিশেষজ্ঞরা ।

এবারের টেস্টে গরহাজির ছাত্রীর সংখ্যা অনেক বেশি, যা উদ্বেগজনক। হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের কথা ধরলে, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৪, যার মধ্যে টেস্টে  ২০ জন পরীক্ষায় অনুপস্থিত । উচ্চ মাধ্যমিকে ৭১ জনের মধ্যে ১৪ জন উপস্থিত হয়নি টেস্ট পরীক্ষায় । সাগরপাড়া কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনেও একই চিত্র দেখা গেছে। এখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২৪, পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১০ জন, অনুপস্থিত ছিল ১৪ জন। উচ্চ মাধ্যমিকে ৯২ জন পরীক্ষার্থী ছিল, কিন্তু ১৯ জন টেস্ট  পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Murshidabad Students বহরমপুর হাতিনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রেও একই অবস্থা। এখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩৯, টেস্ট  পরীক্ষায় উপস্থিত হয়েছে  ১২০ জন, এবং উচ্চ মাধ্যমিকের ৪৮ পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল । কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছেন।

Murshidabad Students রঘুনাথগঞ্জ গার্লস হাইস্কুলের ক্ষেত্রেও পরীক্ষার অনুপস্থিতির হার বেশ চিন্তার।  এখানেও মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩৯, যার মধ্যে ৩২৫ জন টেস্ট  পরীক্ষা দিয়েছে, কিন্তু ১৪ জন অনুপস্থিত। উচ্চ মাধ্যমিকে ১৩৯ জনের মধ্যে ১৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উল্লেখযোগ্যভাবে, সামশেরগঞ্জ বি জে হাইস্কুল এবং নওদা পাটিকাবাড়ি হাইস্কুলে পরীক্ষার অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি। সামশেরগঞ্জে মাধ্যমিক পরীক্ষায় অনুপস্থিতির হার কম হলেও উচ্চ মাধ্যমিকে পরিস্থিতি ভিন্ন। নওদা পাটিকাবাড়ি হাইস্কুলের মাধ্যমিকের জন্য বসবেন এমন  ২৫৬ জন ছাত্রীর মধ্যে টেস্ট দিচ্ছে না ৮০ জন ছাত্রী। অন্যদিকে এই স্কুলে উচ্চমাধ্যমিকে ৯২ জন ছাত্রীর মধ্যে ২৮ জন টেস্টে অনুস্পস্থিত।

Murshidabad Students ছাত্রীরা অনুস্পস্থিত হওয়ায় বাড়ছে উদ্বেগ

এই বিশাল অনুপস্থিতির পিছনে প্রধান কারণ হিসেবে উঠে আসছে বাল্যবিবাহ, পরিবারের আর্থিক সঙ্কট এবং স্কুলছুটের প্রবণতা। হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন শ্বাসমলের কথায়, “আমরা খবর পাচ্ছি অনেক মেয়ের  বিয়ে হয়ে যাচ্ছে। অভিভাবকদের সচেতনতার অভাবের জন্যই এটা হচ্ছে। পড়ুয়াদের জন্য সরকার একাধিক প্রকল্প করেছে তবুও অভিভাবকদের সচেতন কড়া যাচ্ছে না। এটা দুর্ভাগ্যের বিষয়। স্কুলে এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে”।