এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Student Strike মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনে তুলকালাম! যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ধুন্ধুমার AIDSO- TMCP

Published on: March 3, 2025
Murshidabad Student Strike

Murshidabad Student Strike সোমবার সকাল। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তুলকালাম কাণ্ড। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ, পিকেটিং AIDSO-র। বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে পোস্টার লাগানোকে ঘিরে উত্তেজনা। এআইডিএসওকে পোস্টার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ  টিএমসিপির বিরুদ্ধে। পোস্টার খুলে বিশ্ববিদ্যালয়ের গেট খোলে পুলিশ! বিক্ষোভে সামিল পড়ুয়ারা। অভিযোগ,  পিকেটিং  চলাকালীন বহিরাগত একদল যুবক ধর্মঘটকারীদের উপর চড়াও হয়। মারতে মারতে রাস্তায় নিয়ে আসা হয়। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। একদিকে এআইডিএসও- অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, কর্মীরা বচসায় জড়ায়। হয় তুমুল তর্কাতর্কি। পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র আক্রান্ত হন বলে অভিযোগ।

Murshidabad Student Strike কী ইস্যুতে এদিন পথে AIDSO?

Murshidabad Student Strike যাদবপুরের ঘটনার প্রতিবাদে এদিন ছাত্র ধর্মঘটে সামিল AIDSO। ধর্মঘটের সমর্থনে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত  হয়।  এরপরেই বহিরাগতদের আক্রমণের অভিযোগ ওঠে।

Murshidabad Student Strike কেন আক্রমণ? কী বললেন আক্রান্ত ছাত্র ?

Murshidabad Student Strike AIDSO- মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুব্রত মণ্ডল জানান, ছাত্র সংগঠন AIDSO-র পক্ষ থেকে যাদবপুরের ঘটনার প্রতিবাদে সমস্ত কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ৩ রা মার্চ ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল। সমর্থনে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে মূল প্রবেশ দ্বারের সামনে পিকেটিং হয়। ছাত্র ছাত্রীরাও স্বইচ্ছায় ক্যাম্পাস বয়কট করে এবং ফিরে যায়। কিন্তু পুলিশ ছিল নীরব দর্শক।

Murshidabad Student Strike তিনি বলেন, ‘ অতর্কিতে প্রায় একশো থেকে দেড়শ জন তৃণমূলের বাহিনী এসে আক্রমণ করে। বাইরে নিয়ে গিয়ে ব্যাপক পরিমাণে মারধর করা হয়। পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। যারা এই ঘটনা ঘটাল বহিরাগত প্রত্যেকে। কেউই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। আমরা AIDSO-র কর্মীরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আগামী ৫ তারিখ পরীক্ষা আছে। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিরুদ্ধে আরও লড়াই হবে। ‘

Murshidabad Student Strike যাদবপুর কাণ্ডে তপ্ত রাজনীতি। রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ। যে প্রতিবাদ, বিক্ষোভ আঁচ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনেও। গোটা ঘটনায় AIDSO-র বিরুদ্ধে পাল্টা তোপ তৃণমূল ছাত্র পরিষদের TMCP। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম বহরমপুর।

Murshidabad Student Strike কী দাবি TMCP-র-

Murshidabad Student Strike পাল্টা সুর চড়ালেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা। বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা টিএমসিপি সভাপতি  নাজমুল মিঞা সানসাইন বলেন, ‘ বহিরাগত কোথা থেকে এসেছে, কেউ নাম ঠিকানা, বাড়ি কেউ জানে না , কেউ চেনে না। কোনদিন দেখিই নি। একটা শাখা সংগঠনের হয়ে বিশ্ববিদ্যালয়ে এই ভাবে আজকে পরীক্ষার দিনে অপদস্ত করা তৃণমূল ছাত্র পরিষদ কোনদিন মানবে না। বাংলাতে কোন ধর্মঘটও হবে না। ছাত্রদের স্বার্থে যদি ধর্মঘট হয় সেটা অবশই করব। কিন্তু এটা ছাত্রদের স্বার্থে না! ওঁদের স্বার্থে। ওঁরা চাইছে এইভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে আসতে, হাইলাইট হতে। টিআরপি পেতে।’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now