Murshidabad Student at Bangladesh: বাংলাদেশে পড়তে গিয়ে আটকে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার Hariharpara এক পড়ুয়া। আর কয়েক মাস তারপরই মুর্শিদাবাদে নিজের বাড়িতে ফেরার কথা ছিল হরিহরপাড়ার নাসিম হাসান বিশ্বাসের। বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই বদলে গেল সমস্ত পরিস্থিতি। বাংলাদেশে Bangladesh সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আর সেই আন্দোলন বর্তমানে অগ্নিগর্ভ রূপ ধারন করেছে। সেই কারণেই আটকে পড়েছেন হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাসের। হরিহরপাড়ায় বাড়িতে চিন্তায় দিন গুনছেন নাসিম হাসান বিশ্বাসের পরিবার। নাসিম বাড়ির বড় ছেলে। তিনি ডাক্তারি পড়তে বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন। চলতি বছরের নভেম্বরে কোর্স শেষ করে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে আটকে পড়েছেন তিনি।
Murshidabad Student at Bangladesh ছেলেকে কিভাবে বাড়ি ফেরাবেন ? কেমন আছে তাদের সন্তান ? এইসব চিন্তায় রাতের ঘুম উড়েছে নাসিম হাসানের বাবা মায়ের।তবে নাসিমের মা জানিয়েছেন, ছেলের সঙ্গে রাতে ফোনে ৫ মিনিটের জন্য কথা হয়। ছেলে জানিয়েছে হোস্টেল আর হোস্টেল নেই। বাড়ি ফিরবে বলে বাংলাদেশ এয়ারপোর্টে রাত কাটাচ্ছে। ফেরার ট্রেন নেই, প্লেন নেই। ছেলেকে বাড়ি ফেরানোর আর্জি জানাচ্ছেন নাসিমের মা। এখনও পর্যন্ত ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক পড়ুয়ার। কোল খালি হয়েছে বহু মা-বাবার। সবার নজর বাংলাদেশের সর্বোচ্চ কোর্টে।