এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad বাল্যবিবাহ মুক্ত মুর্শিদাবাদের ২ গ্রাম পঞ্চায়েত

Published on: November 26, 2025
Murshidabad

Murshidabad  বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে পথে নেমেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। চলছে প্রচার অভিযান। বুধবার প্ল্যাকার্ড হাতে বহরমপুর শহরের রাস্তায় স্কুল পড়ুয়া থেকে অভিভাবক, স্বেচ্ছা সেবী সংস্থার কর্মী থেকে আশা কর্মীরা। উদ্দ্যেশ্য একটাই বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি এই সমাজ থেকে দূরে রাখা। সমাজ সচেতনতার বার্তা নিয়ে বুধবার বাল্য বিবাহ প্রতিরোধ, স্কুল ড্রপ আউট পড়ুয়াদের ফের স্কুলমুখি করার বার্তা দেওয়া হল জেলা প্রশাসনের তরফে।

Murshidabad মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পরিসংখ্যান বলছে গত পাঁচ মাসে হাজারের বেশী বাল্যবিবাহ রোধ করা গেছে জেলায়।

Murshidabad  সচেতনতা অভিযানের মাঝেই আশার আলোও আছে।  এবছর মুর্শিদাবাদের ২ টি গ্রাম পঞ্চায়েত বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে আত্মপ্রকাশ করল। এদিন দুপুরে বহরমপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম, মাদক দ্রব্য বিরোধী, খাদ্য সুরক্ষা, স্বচ্ছতা এবং শিশুদের বিদ্যালয়মুখী করা নিয়ে সচেতনতা শিবিরে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে হরিদাশমাটি গ্রাম পঞ্চায়েত ও খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের নাম ঘোষণা করা হল। মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া,অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, প্রতি মন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ প্রশাসনিক কর্তাব্যক্তি, জনপ্রতিনিধিরা পর্দা উন্মোচিত করেন।

 

Murshidabad হরিদাশমাটি গ্রাম পঞ্চায়েত ও খিদিরপুর গ্রাম পঞ্চায়েত- বাল্যবিবাহ মুক্ত

Murshidabad  চেতনায় মানুষ- উন্নয়নে মুর্শিদাবাদ-  শিরনামে সচেতনতা শিবিরে মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, টিম মুর্শিদাবাদ এগিয়ে চলেছে। শুধু জেলা স্তরে নয় প্রত্যেক ব্লক স্তরে এই ধরনের অনুষ্ঠান করতে হবে। প্রত্যেক স্কুলে স্কুলে করতে হবে, প্রত্যেক মানুষ যাতে সচেতন হয় এবং জানে যে এটা অপরাধ, এটা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এডিএম, এসডিও, বিডিও দের বলব- প্রত্যেক ব্লক স্তরে ওয়ার্কশপ করা হবে। ডেকরেটর থেকে ক্যাটারারদের সচেতন করতে হবে।

 

Murshidabad  বাল্যবিবাহ মুক্ত মুর্শিদাবাদ গড়ার শপথ

Murshidabad নির্মল মুর্শিদাবাদ থেকে শিশু শ্রম মুক্ত, বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন, স্কুল ছুটদের স্কুলে ফেরানো, খাদ্য সুরক্ষা থেকে মাদক আসক্তদের সমাজের মূল স্রোতে ফেরানোর শপথ নেওয়া হল এদিন। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, বহরমপুর লাগোয়া দুটো গ্রাম পঞ্চায়েত থেকে বাল্য বিবাহ নির্মূল হয়েছে। আগামি দিনে ২৫০ গ্রাম পঞ্চায়েতকে ২০২৬ সালে এক জনও যাতে বাল্য বিবাহ না হয় সেই শপথ নিতে হবে।

Murshidabad  এদিন বাল্যবিবাহ মুক্ত দুই গ্রাম পঞ্চায়েত হরিদাশমাটি ও খিদিরপুর পঞ্চায়েতের দুই প্রধানকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের তরফে। বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানো স্কুল ছাত্রীদেরও কুর্নিশ জানানো হয় জেলা প্রশাসনের তরফে। মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা জানিয়েছেন, মুর্শিদাবাদকে বাল্য বিবাহ মুক্ত জেলা গড়তে অভিযান চলছে। অভিভাবকদেরও বিশেষ ভূমিকা নিতে হবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now