Murshidabad Sports খেলার মাঠে মেয়েদের দাপট! জেলা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Sports  মশাল হাতে দৌড় থেকে রাইবেশের কেরামতি, সবেতেই পারদর্শী ওঁরা। ৭০ টি ইভেন্ট, ৫ টি সাব ডিভিশনের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মাঠ জুড়ে উপস্থিতি। উল্লেখযোগ্যভাবে বেশি ছাত্রীদের সংখ্যা। প্রায় ৬০০ জন প্রতিযোগীর মধ্যে অশিকাংশই ছাত্রী। ব্লক থেকে মহকুমা স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের পর এবার লক্ষ্য ৭২ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। যে প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা দেখা গেল বহরমপুর স্টেডিয়ামে। মুর্শিদাবাদ জেলা কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের আয়োজনে বহরমপুর স্টেডিয়ামে এদিন মশাল জ্বালিয়ে সূচনা হয় প্রতিযোগিতার। উন্মোচিত হয় ম্যাস্কট।

Murshidabad Sports  জেলা স্তরের খেলা ঘিরে আশাবাদী আয়োজকরা। মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুপর্না রায় বলেন, ‘ মেয়েরা অনেক বেশি এগিয়ে মুর্শিদাবাদ জেলায়। রায়বেশে এবং নাচে মেয়েরাই সম্পাদনা করে। ডোমকল সাব ডিভিশনের টিমে বেশিরভাগ মেয়ে, যে মশাল বহন করল সেও মেয়ে। ‘

Murshidabad Sports  প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের উৎসাহ জোগাতে প্রশাসনিক কর্তাব্যক্তিদের সাথেই উপস্থিত ছিলেন জন প্রতিনিধিরাও। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, ‘ পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েরা যাতে খেলাধুলোয় অংশগ্রহণ করতে পারে সেটাই লক্ষ্য। খেলার মাধ্যমেও অনেক ফিল্ডে যাওয়া যায়। সেটাই বার্তা। জেলা প্রশাসন সাথে আছে।’

Murshidabad Sports  মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক গোলাম সাবির বলেন, ‘ প্রায় ১৫ হাজার ছাত্র ছাত্রী তিনটি স্তরে খেলায় অংশ নিয়েছে। আগামী দিনে রাজ্য এবং জাতীয় স্তরে যাবে। উৎসবের আকার নেয়। গত বছর রাজ্য স্তরে ভালো পদক এসেছিল মুর্শিদাবাদে। এবারেও আশাবাদী। ইতিমধ্যেই রাজ্যের র‍্যাংকে ১১ নম্বর স্থানে মুর্শিদাবাদ। ‘