এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad SP কড়া হুঁশিয়ারি মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপারের! টার্গেটে কে? শুরু রাজনৈতিক তরজা!

Published on: May 29, 2025
Murshidabad SP 

Murshidabad SP ভোট হোক বা ভোট পরবর্তী আবহ। বরাবরই খবরের শিরোনামে থাকে মুর্শিদাবাদের ডোমকল। আর এই ডোমকল নিয়েই এবার বিস্ফোরক মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার Murshidabad Police District Police Super কুমার সানি রাজ Kumar Sunny Raj । আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বুধবার ডোমকল থানা চত্বরে রক্তদান শিবিরের সভায় পুলিশ সুপার কার্যত কড়া বার্তা দিয়েছেন বিশেষ রাজনৈতিক নেতা ও পুলিশের একাংশকে। তখন অনুষ্ঠান মঞ্চে হাজির ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম ও রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন। তাঁদের সামনেই একাংশের নেতৃত্বের নাম না করেই দিয়েছেন হুঁশিয়ারি।

Murshidabad SP মঞ্চে দাঁড়িয়েই মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘আমি তিনটে, চারটে গাড়ি নিয়ে ঘুরি মানে আমি ঐ এলাকাতে খুব বড় লোক আছি! ভাই গর্ভরমেন্টকে সামনে ক্যায়া হে। সরকারকে সামনে কিসিভি এক আদমি ক্যা ক্যায়া ওকাত হে। পুছা ক্যায়? সরকার পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি সবকো লেকে এক সরকার বানতা হে। একজন, দুজন, তিনজন কোন দিন পুলিশ প্রশাসনের থেকে বেশী হতে পারেনি। ঘুরছে আমরা দেখছি, পরে দেখবো। ‘ এসপি আরও বলেন, ‘ আমি এখানে কোন recommendation এ আসিনি। যেদিন সরকার বলবে আপনি যান, আমি চলে যাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ডোমকল যেমন আছে তেমনই থাকবে।’

Murshidabad SP  এসপি -র এই বক্তব্যে কার্যত অস্বস্তিতে জেলার শাসক দলের নেতৃত্ব। একসময়ে ডোমকল পৌরসভার চেয়ারম্যান ছিলেন সৌমিক হোসেন, বর্তমানে রানীনগরের বিধায়ক। এসপি-র এই কড়া বার্তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ আমাদের মধ্যেই যদি কোন নেতা এই ভাবে হুমকি ধুমকি দেয়! পুলিশ পুলিশের কাজ করবে, আমরা পুলিশের পাশে থাকব। আমরা প্রশাসনের পাশে আছি। দলে নিয়মশৃঙ্খলার মধ্যে থাকতে হবে, এমন কিছু করা যাবে না যাতে পাবলিক খারাপ ভাবে নেয়। এসপি ভালো বক্তব্য রেখেছেন।’

 

Murshidabad SP বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, ‘ দলের অধস্তন কিছু কর্মচারী যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় থেকে প্রশাসনকেও বিভ্রান্ত করছে, এসপিকে অনুরোধ করব, ডিএমকেও অনুরোধ করব, এই বিষয়গুলো নজরে রাখতে। শুধু রাজনৈতিক নেতাদের নয় প্রশাসনের সঙ্গে যুক্ত এরকম মানুষদেরও দৃষ্টান্ত ব্যবস্থা নিতে হবে।’

Murshidabad SP  এসপি-র ব্যক্তব্যকে ব্যতিক্রমী বলেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে কোন এসপির মুখে তো এমন কথা কোনদিন শুনিনি! আজকে প্রথম শুনছি। আমরা আগামী দিনে দেখবো প্রকৃতপক্ষে কতদূর হচ্ছে। এমনও হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য! এসপি সাহেব যেটা বলছে সেটা তো নিরপেক্ষ পুলিশ কর্তার কথা। বাংলায় এই দৃর্শ্য দেখতে আমরা অভ্যস্ত নই। তাই ভরসা হয় না ভয়ও হয় না। আগামী দিনে তাঁর কর্মপদ্ধতি দেখে আমরা বলবো।’

Murshidabad SP  রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতিরা কি সমঝে চলবেন নতুন এসপি- কুমার সানি রাজের হুঁশিয়ারি পেয়ে?  এসপি-র বক্তব্য নিয়ে রাজনৈতিক তরজা ও বিতর্ক তুঙ্গে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now