মধ্যবঙ্গ নিউজডেস্কঃ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল(সিএবি) আয়োজিত আন্তঃজেলা মহিলাদের টি-২০ টুর্নামেন্টে রবিবার সিএবি একাদশকে সাত উইকেটে হারাল মুর্শিদাবাদ ডিএসএ একাদশ। বাঁকুড়ার তামিলবাঁধ স্টেডিয়ামে এই খেলা হয়। টসে জিতে প্রথমে ব্যাট নেয় সিএবি। নির্ধারিত ২০ ওভারই ব্যাট করতে পারেনি সিএবি-র মেয়েরা। ১৪.২ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে ৪৬রান তোলে তারা। পরে ব্যাট করতে নেমে ৮ ওভার দু-বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় ৪৭ রান তুলে নেয় মুর্শিদাবাদের মেয়েরা। যদিও তিনটি উইকেট হারাতে হয়। ১৭ বল খেলে একটি ছয় সহ ১২ রান তোলেন তানিয়া সাহা। দলের সর্বোচ্চ রান এটিই। তবে ছ’ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে বিপক্ষ দলের চারটি উইকেট ছিনিয়ে নেওয়ায় মুর্শিদাবাদের মেয়ে অনন্যা হালদারকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। একইদিনে হুগলির চুঁচুড়াতে ছেলেদের সিনিয়র দলের খেলা হয় মুর্শিদাবাদ নবাব ও উত্তর দিনাজপুর কুলিক বার্ডের মধ্যে। নদিয়ার কাছে শনিবার এক রানে হারলেও উত্তর দিনাজপুরকে ৪২ রানে হারিয়ে রবিবার লিগ টেবিলে নিজেদের নম্বর বাড়িয়ে নেয় মুর্শিদাবাদের ছেলরা। টসে জিতে প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট খুইয়ে ১৬৩ রান তোলে তারা। ১৬৪ রানের লক্ষ্যে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১২১ রান তুলতে সমর্থ হয় উত্তরদিনাজপুর। ৩০ বলে ৫৭ রান তুলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন গৌরব যাদব। হাফ সেঞ্চুরি পার করতে চারটি ছয় ও ছটি চার মেরেছেন তিনি।
সিএবির টি-২০ টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিল মুর্শিদাবাদের ছেলেমেয়েরা
Published By: Madhyabanga News |
Published On: