Murshidabad SIR ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)- Special Intensive Revision (SIR) নিয়ে তরজা চলছেই। এর মাঝে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। বুধবার হুমায়ুন কবির জানিয়েছেন , সকলকে এসআইআর নিয়ে সতর্ক করবেন তিনি। ভয় পাওয়ার কিছু নেই। বিএলওরা বাড়ি গেলে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন তিনি।
আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?
Murshidabad SIR কী বলছেন হুমায়ুন কবির ?
তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঁশিয়ারও দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন আরও বলেছেন, ” করুক এসআইআর। ভালোভাবে হোক। জেনুইন ভোটার যেন বাদ না যায়। জেনুইন ভোটার বাদ গেলে , যে এআরও থাক, যে অফিসার থাক তাঁকে আমরা ঘিরব। এই ব্যক্তি জীবিত থাকতে তাঁর নাম নেই কেন ? ধরবো। তাঁকে ছাড়বো ?”।
আরও ব্যাখ্যা করেছেন, ” নির্বাচন কমিশন তাঁকে যতোই প্রোটেকশন দিক। তাঁকে কিন্তু ছাড়বো না। আমার বক্তব্য ক্লিয়ার। অযথা তাঁদের হুমকি দেওয়ার কোনও প্রয়োজন নেই। জেনুইন ভোটারদের নাম থাকবে। ডেথ কেস বাদ যাক। ডবল কেস বাদ যাক”।
Murshidabad SIR সতর্কতা হুমায়ুনের
বলেছেন, ” কিন্তু জীবিত ভোটার। প্রেজেন্ট ভোটার। তাঁকে কাউকে বাদ দিলে বিএলও বা সেখানকার এআরও ছাড় পাবে না “। হুমায়ুন কবিরের হুঁশিয়ারি, ” আমরা ধরবো। খসড়া তালিকা যেই দেখবো, একটা পরিবারের ৫ জন সদস্য। ৩ জনের নাম উঠেছে। ২ জনের নাম নেই। নেই কেন তার জবাবদিহি তো করতেই হবে এআরও কে। ও ব্যাপারে কোণ রেয়াত নেই “।









