Murshidabad SIR Review Meeting বিশেষ নিবিড় সংশোধন SIR পর্যালোচনা করতে বুধবার মুর্শিদাবাদে এলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর Shri Gyanesh Bharti IAS, Senior Deputy Election Commissioner of India নেতৃত্বে নির্বাচন কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দল। বহরমপুর সার্কিট হাউসে এসআইআর এর পর্যালোচনা বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া Shri Nitin Singhania, IAS, এসডিও, বিডিও থেকে সমস্ত স্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

Murshidabad SIR Review Meeting মুর্শিদাবাদে SIR কোন পথে? বৈঠকে নির্বাচন কমিশন
Murshidabad SIR বেলডাঙাতে SIR আতঙ্কে রেল লাইনে ! TMC দুষছে BJP কে
Murshidabad SIR Review Meeting এদিনের বৈঠকে ECI প্রধান সচিব এস.বি. জোশী , মলয় মল্লিক, উপ-সচিব, অভিবভ আগরওয়াল, WB চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল IAS, অ্যাডিশানাল চিফ ইলেকটোরাল অফিসার দিব্যেন্দু দাস IAS – মুর্শিদাবাদ জেলায় SIR-এর অগ্রগতি পর্যালোচনা করেন।

Murshidabad SIR Review Meeting এসআইআর-র জন্য গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে রাজ্যে। এনুমারেশন ফর্ম বিলি থেকে ডিজিটাইজেশন- মুর্শিদাবাদ জেলার এখনও অবধি পারফর্ম্যান্স কী? সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়।
Online SIR Form আজ থেকে অনলাইনে SIR এর ফর্ম । কোথায় মিলবে ?
Murshidabad SIR Review Meeting বুধবার, মুর্শিদাবাদ জেলার SIR পর্যালোচনার পর বৃহস্পতিবার ECI টিম মালদা জেলায় এসআইআর প্রক্রিয়া পর্যালোচনা করবে। শুক্রবার কলকাতায় ফিরে কলকাতার নিউ টাউনে ইভিএমের প্রথম স্তরের পরীক্ষা কর্মশালায় যোগ দেবে। ২৪টি জেলা নির্বাচন কর্মকর্তার সকল ডিইও সেই কর্মশালায় উপস্থিত থাকবেন। এই পর্যালোচনা সফরে পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এবং সিইও অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসিআই টিমের সাথে থাকবেন বলেই জানা গেছে।









