এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad SIR Draft Voter List প্রকাশিত SIR খসড়া তালিকা, মুর্শিদাবাদে নাম বাদ কত? শুনানিতে এ ডাক কাদের?

Published on: December 16, 2025
Murshidabad SIR Draft Voter List 

Murshidabad SIR Draft Voter List ১৬ ডিসেম্বর প্রকাশিত হল বহু প্রতীক্ষিত  Special Intensive Revision (SIR)  খসড়া ভোটার তালিকা। Murshidabad জেলায় বাদ গেল কত নাম? মঙ্গলবার দুপুরে যে সংখ্যা প্রকাশ করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে এদিন দুপুরেই বহরমপুরে প্রশাসনিক ভবনে মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়ার উপস্থিতিতে হয় সর্বদলীয় বৈঠক। বৈঠকের পরেই জেলা প্রশাসনের তরফে জানানো হয় মুর্শিদাবাদে কত ভোটার সংখ্যা, এসআইআর এর পর খসড়া তালিকায় কী সামনে এল।

Murshidabad SIR Draft Voter List মুর্শিদাবাদ জেলায় নাম বাদ কত? 

আরও পড়ুন- Draft Voter List SIR: ১ টা পার, কোথায় খসড়া ভোটার তালিকা?

Murshidabad SIR Draft Voter List মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR) এ সংশোধনের যে নোটিফিকেশন হয় তখন মুর্শিদাবাদ জেলায় সার্বিকভাবে ভোটার সংখ্যা ছিল ৫৭ লক্ষ ৬৪ হাজার ৮৫ জন। এসআইআর করার পর খসড়া তালিকা প্রকাশ হল। ভোটার সংখ্যা হল- ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮ জন। এখনও পর্যন্ত খসড়া তালিকার হিসেবে নাম বাদ গেছে ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ জন ভোটারের। মৃত বা স্তানান্তরিত বা অনুপস্থিত কিংবা ডুপ্লিকেট সব রকমের ক্যাটাগরি মিশে আছে। বহরমপুর ৭২ এসি তে বাদ যাওয়ার সংখ্যা তুলনামূলক ভাবে সবথেকে বেশী মুর্শিদাবাদ জেলায়।

Murshidabad SIR Draft Voter List মুর্শিদাবাদে নাম বাদ গেছে ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ জন ভোটারের। সবথেকে বেশী বহরমপুরে। 

আরও পড়ুন- Humayun Kabir বিদেশের ফোনে ফোনে ব্যস্ত হুমায়ুন কবির !

Murshidabad SIR Draft Voter List  জেলা প্রশাসনের সাথে সর্ব দলীয় বৈঠক চলে আধ ঘণ্টা মতো।  মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক অসীম কুমার রায় বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশে ডিএম এর সাথে বৈঠক হয়েছে। দাবি রাখা হয়, যাদের নাম বাদ গেল তাদের কোন লিস্ট দেওয়া হচ্ছে না। সেই লিস্ট নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়ে কালকের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কোন যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকটিও নজরে রাখা হচ্ছে।”

Murshidabad SIR Draft Voter List  মুর্শিদাবাদে SIR Hearing -এ ১ লক্ষ ২০ হাজার 

Murshidabad SIR Draft Voter List  তৃনমূল নেতা সুবোধ দাস বলেন, ” আগামীকালই তালিকা হাতে পাওয়া যাবে। এই নিয়েই বৈঠক হল আজকে। শুনানির ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশাবলী দেওয়া আছে, সেগুলি মেনেই কাজ হবে পরবর্তীতে। ”

Murshidabad SIR Draft Voter List  ফরওয়ার্ড ব্লক নেতা  স্বরূপ দে বলেন, “কতগুলো দাবি রাখা হয়। যে অ্যান ম্যাপিং তালিকার হার্ড কপি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হোক। মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার তার একটা তালিকা দেওয়া হয়। যে ১ লক্ষ ২০ হাজার শুনানি  হবে মুর্শিদাবাদ জেলায় সেই শুনানিte  কাদের ডাকা হল, সেই হিয়ারিং যেন সন্তোষজনক হয় সেটা নিয়েও যেন অব্যবস্থা তৈরি না হয় সেটাও জেলা শাসককে বলা হয়েছে।”

Murshidabad SIR Draft Voter List  সিপিআইএম নেতা শ্যাম দে বলেন, ” যারা মৃত ভোটার তাদের তালিকা প্রকাশ, এবং যাদের শুনানি এ ডাকা হবে তাদের একটা তালিকা দেওয়ার দাবি করা হয়েছে।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now