এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad SIR মুর্শিদাবাদে SIR কোন পথে? সর্বদলীয় বৈঠকে নতুন জেলা শাসক

Published on: October 30, 2025
Murshidabad SIR

Murshidabad SIR কোন পথে মুর্শিদাবাদ জেলায় SIR ? মুর্শিদাবাদ জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করলেন  Murshidabad এর  নতুন জেলা শাসক নিতিন সিংহানিয়া Sh. Nitin Singhania, IAS ।  এদিন মুর্শিদাবাদ জেলা শাসক SIR  (  Special Intensive Revision ) নিয়ে মূলত বৈঠক ডাকেন। যেখানে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন -এর ঘোষণা করে নির্বাচন কমিশন।  ৪ নভেম্বর থেকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত । মুর্শিদাবাদ জেলায় SIR নিয়ে বৈঠকে কোন কোন বিষয় তুলে ধরা হল রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে?

Murshidabad SIR বৃহস্পতিবার SIR নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া।

মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া

Murshidabad SIR  বৈঠকে উঠে এল কী কী বিষয়? রাজনৈতিক দলের নেতাদের কী বক্তব্য?

Murshidabad SIR জেলা শাসকের সাথে বৈঠকের পর মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক অসীম কুমার রায় জানান,  এসআইআর করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যাগুলো   জেলা শাসকের সামনে তুলে ধরা হয়েছে। এই জেলার পরিযায়ী শ্রমিকদের কীভাবে এসআইআর এর মধ্যে রাখা যাবে এই বিষয়টিও আছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী হবে- সবটা নিয়েই আলোচনা হয়।

আরও পড়ুন- 

Murshidabad DM দায়িত্ব নিলেন মুর্শিদাবাদে নতুন জেলা শাসক

 

Murshidabad SIR তৃনমূল নতা সুবোধ চন্দ্র দাস জানিয়েছেন একটি বিষয় পরিষ্কার হয়েছে। যারা বাইরে পরিযায়ী শ্রমিক, ভোটার লিস্টে নাম ওঠেনি কোন কারণে, ২০০২ সালে বাবার নাম নেই হয়তো ঠাকুর দাদার নাম আছে , এসআইআর এ যে ব্যাপারটা শোনা গেছিল- আজকে জানা গেল যে কোন নাম বাদ যাবে না।  এটাই আলোচিত বিষয় ছিল।

মুর্শিদাবাদে SIR নিয়ে বৈঠক

 

আরও পড়ুন-

SIR Upadte পশ্চিমবঙ্গে SIR চালু। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ফর্ম

 

Murshidabad SIR ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR চালু হতেই উঠেছে নানান প্রশ্ন । বাদ যাবে কত নাম? এসএইআর নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। এরই মাঝে সর্বদলীয় বৈঠক মুর্শিদাবাদ জেলা প্রশাসনের।

আরও পড়ুন –

2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now