Murshidabad SIR এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তৃনমূল কংগ্রেসের। লজিকাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি! একাধিক অভিযোগ নিয়ে, সমস্যা সমাধানের দাবীতে এবার মুর্শিদাবাদ জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি দিল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস। সোমবার বহরমপুরে সার্কিট হাউসে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়ার সাথে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়। SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক ও পৌর এলাকায় সাধারন ভোটারদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক, বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তৃনমূলের। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ৬ দফা দাবীতে স্মারকলিপি দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস, লালগোলার বিধায়ক মহম্মদ আলি।

Murshidabad SIR লজিকাল ডিসক্রিপেন্সির নামে সাধারন ভোটারদের হয়রানির অভিযোগ
আরও পড়ুন– Murshidabad SIR মুর্শিদাবাদে SIR পর্যবেক্ষণে রোল অবজার্ভার, হল সর্বদলীয় বৈঠক
Murshidabad SIR বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ” নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা, বিজেপির দালালি করা, এখানকার নির্বাচক মণ্ডলীকে হয়রানি করা, ভ্যালিড ভোটারকে ভোটার লিস্ট থেকে চক্রান্ত করে বাদ দেওয়ার যে প্রক্রিয়া নির্বাচন কমিশন চালু করেছে, একাধিক তথ্য দিয়ে জেলা শাসক যেহেতু জেলার নির্বাচনী আধিকারিক উনাকে বললাম যে জেলার বুক থেকে কোন ভ্যালিড ভোটার যেন নির্বাচন তালিকা থেকে বাদ না যায়।”
Murshidabad SIR জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, ” মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিধায়করা, মন্ত্রী, যুব প্রতিনিধি সকলে মিলে একটা প্রতিবেদন রাখলাম। লজিকাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে হিয়ারিং এ ডাকা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে এক একটা বিধানসভায়, এটা কী করে সম্ভব কাজ সম্পূর্ণ করা? সব নিয়েই জেলার নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছি।
Murshidabad SIR জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের তরফে স্মারকলিপিতে বলা হয় , Logical Discrepancy-র নামে সাধারন ভোটারদের হয়রানি বন্ধ করতে হবে। বয়স্ক, গুরুতর অসুস্থদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পরিবারের অন্য কোন প্রতিনিধিকে শুনানিতে অংশগ্রহণের অনুমতি দিতে হবে। মোট ৬ দফা দাবীতে Murshidabad District Electoral Officer এর কাছে স্মারকলিপি দেওয়া হয় জেলা সভাপতি ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের বিধায়কদের তরফে।














