এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad SIR মুর্শিদাবাদে SIR পর্যবেক্ষণে রোল অবজার্ভার, হল সর্বদলীয় বৈঠক

Published on: January 7, 2026
Murshidabad SIR 

Murshidabad SIR   মুর্শিদাবাদ জেলাতেও চলছে SIR এর হিয়ারিং পর্ব। ফেব্রুয়ারির মাঝ পর্বে প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। এরই মাঝে কোন পথে মুর্শিদাবাদের SIR? খতিয়ে দেখতে বুধবার বহরমপুরে এলেন নির্বাচন কমিশনের মালদা ডিভিশনের রোল অবজার্ভার Special Roll Observer- অলোক  কুমার তিওয়ারি, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, অর্থ মন্ত্রক। এদিন প্রথমে তিনি বহরমপুর সার্কিট হাউসে যান। বহরমপুর সার্কিট হাউস থেকে সোজা বহরমপুর কালেক্টরেট অফিসে মুর্শিদাবাদ Murshidabad জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছন। রোল অবজার্ভার অলোক কুমার তিওয়ারি, মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়ার উপস্থিতিতে হয় সর্বদলীয় বৈঠক।

আরও পড়ুন- Murshidabad রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটারদের নিয়ে বৈঠকে মুর্শিদাবাদ জেলা প্রশাসন 

Murshidabad SIR  সর্বদলীয় বৈঠকে উঠে এল কোন কোন বিষয়?

বহরমপুরে মালদা ডিভিশনের রোল অবসার্ভার অলোক কুমার তিওয়ারি

 

Murshidabad SIR  সর্বদলীয় বৈঠকের পর  বিভিন্ন রাজনৈতিক দলের নেতার তুলে ধরেন নানান বিষয়। কেউ বলেন সমস্যার কথা, কেউ নতুন প্রস্তাব জানান। কংগ্রেস নেতা যদুরাম ঘোষ বলেন, “যখন হিয়ারিং এ যাচ্ছি , ডকুমেন্টস সাবমিট করছি সেটা গ্রহন হচ্ছে কী হচ্ছে না! এটা যদি জানতে না পারি তাহলে আমার দ্বিতীয় অপশন কী থাকবে? ১৪ ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেড়িয়ে যাবে। তাহলে আমার ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তখন জানতে পারব যে আমি এখানে একসেপ্ট হলাম কি হলাম না! SIR এ নাম থাকল কী থাকল না! তার আগে যদি আমি জানতে পারি তাহলে একটা অপশন থাকবে এসডিও অফিস যাওয়ার , ডি এম অফিস যাওয়ার। আমরা যখন প্রশ্ন করেছি ওনাদের কাছেও স্পষ্ট না।”

আরও পড়ুন- Murshidabad Book Fair 2026 বহরমপুরে শুরু ৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা, উদ্বোধন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

Murshidabad SIR ফরওয়ার্ড ব্লক নেতা স্বরূপ দেব বলেন,  আজকে সর্বদলীয় মিটিং ডেকেছিল মালদা, মুর্শিদাবাদ,  উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর, নির্বাচন কমিশনের যিনি অবসার্ভার। মূলত SIR এর যে হিয়ারিং চলছে, হিয়ারিং পর্বে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বিডিও অফিসে শুনানি পর্ব চলায় বয়স্কদের সমস্যা- নানান বিষয় নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now