Murshidabad SIR বাড়ি বাড়ি ঘুরে SIR এর কাজ করেছেন। এবার হিয়ারিং এর নোটিশও পেলেন খোদ বিএলও! সামসেরগঞ্জের Samserganj এই ঘটনায় কার্যত হতবাক বিএলও শিক্ষক আবু ওবাইদা বিন যাররাহ। সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত চাচন্ড গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর বুথের BLO তিনি। মঙ্গলবার হাতে পেয়েছেন হিয়ারিং নোটিশ। নোটিশ হাতে বিএলও আবু ওবাইদা বিন যাররাহর দাবি, তিনি বহু বছর ধরেই বিএলও হিসেবে কাজ করেন। তাও এসেছে নোটিশ।
Murshidabad SIR কী বলা হয়েছে নোটিশে ?
নোটিশে উল্লেখ করা হয়েছে যে – এমন একজনের পুত্র/ কন্যা হিসবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছয়জনও পিতা হিসেবে দাবি করেছে, যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করেছে। আগামী ১৭ জানুয়ারি শুনানির নোটিশ।
আরও পড়ুনঃ Samserganj BLO: নাম বাদ জানতে চাওয়ায় সামশেরগঞ্জে বিএলও-র মারধর?
বিএলও আবু ওবাইদা বিন যাররাহ জানান, তাঁরা চার ভাই, চার বোন। সমস্ত তথ্য নির্ভুল , তা সত্ত্বেও নোটিশ! বিএলও-র আরও দাবি, তাঁর বুথের তিনশো জন হিয়ারিং এ ডাক পেয়েছেন। মঙ্গলবার সকালে বাড়ি বাড়ি গিয়ে ১০০ জনের হাতে হিয়ারিং নোটিশ ধরান বিএলও। বাদ যান নি নিজেও। বিএলও নিজেই হিয়ারিং নোটিশ পাওয়াও এলাকাবসীরাও কার্যত দিশাহীন, চাপা উৎকণ্ঠায়।









