Murshidabad SIR ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ( Special Intensive Revision- SIR ) নিয়ে রাজ্যজুড়ে তৎপরতা তুঙ্গে। রাজনৈতিক মহলে যখন চলছে বিতর্ক। তখন প্রশাসনিক মহলে চলছে বিএলও’দের প্রশিক্ষণ। শেখানো হল বিএলও’দের কাজ। নির্বাচন কমিশন জানিয়েছে, বুথ লেভেল অফিসার বা BLO দের মূল কাজ, ২০০২ সালের ভোটার তালিকার ভিত্তিতে ভোটারদের ম্যাপিং-এর করা।
আরও পড়ুনঃ ceowestbengal voter list 2002 কমিশনের নতুন সাইটে ২০০২ এর ভোটার লিস্ট
Murshidabad SIR কী হবে ম্যাপিং-এর পর ?
Murshidabad SIR জেলা ইলেকশন অফিসার (ডিইও)-রা পুরো বিষয়ের নজরদারি করবেন । ভোটার তালিকা সংশোধনের সময়ে যাঁদের ম্যাপিংয়ে মিল থাকবে না, তাঁদের নোটিস দিয়ে নথি চাইবে কমিশন। সেই নথি যাচাই করবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)। এদিন ডোমকলে ২৮৬ জন, হরিহরপাড়ায় ২৭৬, কান্দিতে ২৮৬ জন, কান্দিতে ২৩৪ জন বিএলও রয়েছেন।
এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিএলও’রা কীভাবে কাজ করবেন সেই প্রশিক্ষণ হল শনিবার। বিএলএ’রা কতোদূর হস্তক্ষেপ করবে পারবেন তা নিয়েও আলোচনা হয়। বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচীতে বিএলএ দের সাথে নিয়ে কীভাবে সুষ্ঠভাবে কাজ করবেন বিএলওরা? খোলাখুলি আলোচনায় উঠে এল নানান বিষয়। ডোমকল এসডিও শুভঙ্কর বালা জানিয়েছেন, তিনটি ধাপে প্রশিক্ষন হবে বিএলও দের।
Murshidabad SIR নির্বাচন কমিশন থেকে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রত্যেক বিএলওকে বুঝিয়ে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম বিতরণ থেকে সংগ্রহের খুঁটিনাটি বিষয়।









